শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সপ্তাহান্তে শীতে জবুথবু মানুষ! কবে থেকে জাঁকিয়ে শীত? কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া?

আত্রেয়ী সেন

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২, ০৯:৩০ এএম | আপডেট: ডিসেম্বর ৩, ২০২২, ০৩:৩০ পিএম

সপ্তাহান্তে শীতে জবুথবু মানুষ! কবে থেকে জাঁকিয়ে শীত? কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া?
সপ্তাহান্তে শীতে জবুথবু মানুষ! কবে থেকে জাঁকিয়ে শীত? কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া? / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ একধাক্কায় ফের অনেকটাই কমল তাপমাত্রার পারদ। ধুক্রবার ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকার পর এবার শনিবার ১৬ ডিগ্রির কোঠায় পৌঁছে গেল শহরের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। চলতি মরশুমে এই প্রথম ১৬ ডিগ্রির কোঠায় নামল তাপমাত্রা। কাজেই এটাই চলতি মরশুমের শীতলতম দিন বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে সপ্তাহান্তে হাড়কাঁপানো ঠাণ্ডা পেয়ে বেজায় খুশি শীতপ্রিয় মানুষ

সপ্তাহান্তে শীতে কাবু শহর কলকাতা। শুক্রবার রাত থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে শহরে। শনিবার সকালে কুয়াশার চাদরে মোড়া শহর কলকাতার দেখা মিলেছে। তবে, রোদ বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশের দেখাও মিলেছে। সকাল থেকেই ভালোই ঠাণ্ডা অনুভূত হচ্ছে শহরে। এদিকে, আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৪৩ শতাংশ। গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় আরও ২ ডিগ্রি পর্যন্ত পারদ পতনের সম্ভবনা রয়েছে রাজ্যজুড়ে। ডিসেম্বর মাসের ১৫ তারিখের পর রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামার ইঙ্গিত। এর পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা। আগামী ৩ দিন রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

অন্যদিকে, মাঝে মাঝেই শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়াবিদদের অধিকাংশরই মতে, অন্য কোনও বাধা তৈরি না হলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ভালোই শীত থাকবে। আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতার পাশাপাশি গোটা রাজ্যেজুড়েই ঠান্ডার আমেজ বজায় থাকার সম্ভাবনা রয়েছে।