বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ! ৪০ ছুঁল বহু জেলার তাপমাত্রা, নাজেহাল মানুষ

আত্রেয়ী সেন

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২২, ০৮:৫৯ পিএম | আপডেট: এপ্রিল ২৫, ২০২২, ০২:৫৯ এএম

ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ! ৪০ ছুঁল বহু জেলার তাপমাত্রা, নাজেহাল মানুষ
ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ! ৪০ ছুঁল বহু জেলার তাপমাত্রা, নাজেহাল মানুষ / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বৃষ্টির কোনও দেখা নেই। ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। এমনকি গত ১৬ বছরে এই প্রথম কালবৈশাখীহীন চৈত্র মাস দেখল বাংলা। এদিকে, রবিবার কলকাতা-সহ বেশ কিছু রাজ্যের বেশ কিছু জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁল। এর সঙ্গে তাপপ্রবাহ তো রয়েইছে। কাজেই সবদিক থেকে নাজেহাল মানুষ। বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস থাকলেও তা হয়নি।

হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের ৫ জেলায় তাপপ্রবাহ অনুভূত হয়েছে। এদিন কলকাতার তাপমাত্রা ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। এর আগে কলকাতা এবং সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।

এদিকে, বেশ কিছুদিন ধরেই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রবল ঝড়-বৃষ্টি এমনকি শিলা বৃষ্টিও হয়েছে। এদিকে, দক্ষিণবঙ্গের মানুষ তাপে পুড়ছে। গরমে অস্থির মানুষ। বৃষ্টির অপেক্ষা মানুষ এখন। যে ৫ জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে, সেই জেলাগুলির মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মালদহ, উত্তর ২৪ পরগনা জেলা।