মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

আজই বাংলায় বর্ষার প্রবেশ! এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা, কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ৩, ২০২২, ০৯:২৬ এএম | আপডেট: জুন ৩, ২০২২, ০৩:২৬ পিএম

আজই বাংলায় বর্ষার প্রবেশ! এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা, কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
আজই বাংলায় বর্ষার প্রবেশ! এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা, কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। এদিকে, আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজই বাংলায় বর্ষার প্রবেশ ঘটতে চলেছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা এবং আংশিকভাবে সমতলের কিছু এলাকায় শুক্রবার মৌসুমী বায়ু প্রবেশের সম্ভবনা রয়েছে বলেই জানা গিয়েছে। এর জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভবনা থাকছে। 

এদিকে, গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তি বাড়াচ্ছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ।  রোদের দাপট তেমন না থাকলেও, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়াচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমাঞ্চলের জেলা- সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজ মূলত আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। 

আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। রোদের দেখা মিলবে না বলেই জানা গিয়েছে। আজ প্রচুর জলীয় বাষ্প এবং সক্রিয় দক্ষিণ পশ্চিম বায়ুর প্রভাবে সারাদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রির কাছাকাছি থাকবে। আর আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ।

অন্যদিকে, উত্তরের বেস কিছু জেলায় মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভবনা রয়েছে। এর জেরে শনিবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আলিপুরদুয়ার ও কোচবিহারে দফায় দফায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।