শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

নন্দীগ্রামে এগিয়ে মমতা, জয়ের প্রস্তুতি কালীঘাটে!

০২:৩৬ পিএম, মে ২, ২০২১

নন্দীগ্রামে এগিয়ে মমতা, জয়ের প্রস্তুতি কালীঘাটে!

শেষ কথা বলবে ইভিএম। আর বলছেও তাই। নন্দীগ্রামে প্রথম দিকে সদ্য বিজেপিতে যোগদানকারী শুভেন্দু অধিকারী এগিয়ে থাকলেও খেলা ঘুরছে সেখানে। ১২ রাউন্ড গণনার পর ৪৬০০ ভোটে এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এখনো বাকি কয়েক রাউন্ড।

প্রথম রাউন্ড গণনার শেষে নন্দীগ্রামের তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ৫৭৯০ টি ভোট। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী পান ৭২৮৭টি ভোট। এরপর চতুর্থ রাউন্ড এর শেষ থেকেই খেলা ঘুরতে থাকে নন্দীগ্রামে। ব্যবধান কমাতে থাকেন মমতা। দেখা যায় চতুর্থ রাউন্ডের পর ৪০০০ ভোটে এগিয়ে শুভেন্দু। তৃতীয় রাউন্ড শেষে সংখ্যাটি ছিল ৮০০০।

এদিকে,জামুরিয়া কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী হরেরাম সিংহ। তিনি ৭৭৬৯ ভোটে জয়ী ঘোষণা করা হয়। উদয়নারায়ণপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমীর পাঁজা জয়ী। কুলটি কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী অজয় পোদ্দার, শিবপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি ৩২৩৩৯ ভোটে জয়ী হয়েছেন ইতিমধ্যেই।

https://www.youtube.com/watch?v=kUJ82-wxhR4

তৃণমূল এগিয়ে থাকার সঙ্গে সঙ্গেই কালীঘাটে মিলন সংঘের মাঠে বড় স্ক্রিন লাগানো রয়েছে। সবুজ কার্পেট পাতা রয়েছে। তৃণমূলের জয়ের বিষয়টি নিশ্চিত হয়ে গেলে যে কোনও সময় মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত তৃণমূল ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। তৃণমূলের অন্দরে তৎপরতা শুরু হয়ে গেছে। শুরু হয়েছে আবির খেলা। বিভিন্ন জায়গায় বাইক মিছিলও বেরিয়েছে ইতিমধ্যেই। বেলা বাড়তেই জয়ের মেজাজে তৃণমূল। ইতিমধ্যেই কালীঘাটে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । কিছুক্ষণের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে প্রশান্ত কিশোরের অপরদিকে, খাঁ-খাঁ করছে বিজেপির সদর দফতর, হেস্টিংস অফিস।