বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

Live Update: নন্দীগ্রামে রাউন্ড গণনার পরেও এগিয়ে শুভেন্দু!

১০:৩৯ এএম, মে ২, ২০২১

Live Update: নন্দীগ্রামে   রাউন্ড গণনার পরেও এগিয়ে শুভেন্দু!

একুশের বিধানসভা নির্বাচনে হট সিট পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম। এই আসনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী একদা তাঁর বিশ্বস্ত সেনানী শুভেন্দু অধিকারী। আবার প্রতিপক্ষ দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যেও জায়গা করে নিয়েছেন সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। শেষ হাসি কে হাসেন সে দিকেই নজর সবার।

নন্দীগ্রামে আরও এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। তৃতীয় রাউন্ড গণনার পর পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ হাজার ২০৬ ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী। যদিও এখনো ১৪ রাউন্ড গণনা বাকি। এদিকে, টালিগঞ্জে এগিয়ে আর এক মন্ত্রী অরূপ বিশ্বাস। পিছিয়ে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। চুঁচুড়ায় পিছিয়ে রয়েছেন আর এক বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ডোমজুড়ে পিছিয়ে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

রাজারহাট গোপালপুর বিধানসভা প্রথম রাউন্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। রাজাহাট নিউটাউন তৃণমূল প্রার্থী তাপস চ্যাটার্জি ৪৯৩২ ভোটে এগিয়ে। পান্ডবেশ্বরে এগিয়ে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারী।দুর্গাপুর পুর্বে ও পশ্চিমে এগিয়ে বিজেপি। রানীগঞ্জ কেন্দ্রেও এগিয়ে বিজেপি।

তবে হার-জিত নিয়ে ভাবছেন না নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী, তাঁর মতে ভোটের ফলাফল যা-ই হোক না কেন, শেষ পর্যন্ত মানুষের গণতান্ত্রিক অধিকারেরই জয় হবে।

মমতা বা শুভেন্দুর কেউই রবিবার নন্দীগ্রামে নেই। বরাবরের মতো কালীঘাটের বাড়িতেই রয়েছেন মমতা। শুভেন্দু পৌঁছে গিয়েছেন হলদিয়ার গণনাকেন্দ্রে। মীনাক্ষীও সকাল সকালই হলদিয়ার গণনাকেন্দ্রে পৌঁছে গিয়েছেন।