বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বড় ঘোষণা! রাজ্যে নির্মিত হতে চলেছে আরও ৬ টি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

০৭:০৬ পিএম, জুলাই ২৯, ২০২১

বড় ঘোষণা! রাজ্যে নির্মিত হতে চলেছে আরও ৬ টি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ এক কথায় বড় ঘোষণা রাজ্য সরকারের পক্ষ থেকে, আবার সুখবরও বটে। ১ টি বা ২ টি নয়, রাজ্যে আরও ৬ টি মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল নির্মাণের কথা জানাল রাজ্য সরকার। রাজ্যের ৬ টি জেলায় তৈরি হতে চলেছে এই হাসপাতালগুলি। এবার জেনে নেওয়া যাক, কোথায় কোথায় তৈরি হতে চলেছে এই হাসপাতালগুলি।

সেগুলি হল হুগলি জেলার আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতে বারাসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ঝাড়গ্রামে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, হাওড়া জেলার উলুবেড়িয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং জলপাইগুড়ি জেলার জলপাইগুড়িতে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে বর্তমানে ১২ টি সরকারি হাসপাতাল। এর পাশাপাশি ৩ টি বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রয়েছে। পাশাপাশি তৈরি হচ্ছে একটি এইমসও। এরপর এই ৬ টি মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল নির্মিত হলে, রাজ্যের মানুষের যে সুবিধা হবে চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে, সে বিষয়ে কোনও সন্দেহই নেই।