শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশকে ঘিরে কেন্দ্রের সঙ্গে সংঘাতের পথে রাজ্য!

০৯:২৭ এএম, মে ২৯, ২০২১

আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশকে ঘিরে কেন্দ্রের সঙ্গে সংঘাতের পথে রাজ্য!

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ গতকালই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক। সোমবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লির নর্থ ব্লকে রিপোর্ট করার নির্দেশ দিয়ে শুক্রবার রাত ৯ টা নাগাদ কেন্দ্রের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়।

এবার সেই বদলির নির্দেশকে কেন্দ্র করেই কেন্দ্রের সঙ্গে ফের একবার সংঘাতের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। তেমনটাই জানা যাচ্ছে নবান্ন সূত্রে। তাঁর বদলির বিরোধিতা করে, আজই কেন্দ্রকে চিঠি পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনই সূত্রের খবর।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীই চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন, যেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ বাড়ানো হয়। এরপর সেই আবেদনের ভিত্তিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ ৩ মাস বাড়ানো হয়। তবে, এবার সেই মেয়াদ বৃদ্ধির কয়েকদিনের মধ্যেই তাঁর বদলির নির্দেশ পাঠানো হয়েছে। তাঁকে নিউ দিল্লির নর্থ ব্লকে ডেকে পাঠানো হয়েছে।

এদিকে নবান্ন সূত্রে জানা গিয়েছে যে, এখনি মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে রাজি নয় রাজ্য সরকার। আর সেই জন্যই, রাজ্য সরকারের আপত্তির কথা জানিয়ে, আজই কেন্দ্র সরকারকে চিঠি দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল কেন্দ্র সরকার চিঠি দিয়ে জানিয়েছে, ‘১৯৮৭ ব্যাচের আই এ এস অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায়কে ভারত সরকারের কাজে যোগদানরে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার যোগদান কমিটি। তাঁকে অবিলম্বে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিক রাজ্য সরকার। ৩১ মে সকাল ১০টায় নয়াদিল্লির নর্থ ব্লকে কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতরে আলাপন বন্দ্যোপাধ্যায়কে যোগদানের নির্দেশ দেওয়া হচ্ছে।’

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৪ মে রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে,দ্মুখ্যসচিবের কার্যকালের মেয়াদ ৩ মাস বাড়ানোর কথা সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু সেই ঘোষণার এক সপ্তাহ যেতে না যেতেই, ফের বদলির নির্দেশ এল। শুক্রবার রাতে পাঠানো সেই চিঠিতে আন্ডার সেক্রেটারি অংশুমান মিশ্র জানিয়েছেন যে, ১৯৫৪ সালের ভারতের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস রুল অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।