শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নিমন্ত্রণ করে ডেকে জামাইকে খুনের চেষ্টার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে! চাঞ্চল্য ছড়াল এলাকায়

আত্রেয়ী সেন | তনুজ জৈন

প্রকাশিত: আগস্ট ১১, ২০২২, ০৫:৩২ পিএম | আপডেট: আগস্ট ১১, ২০২২, ১১:৩২ পিএম

নিমন্ত্রণ করে ডেকে জামাইকে খুনের চেষ্টার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে! চাঞ্চল্য ছড়াল এলাকায়
নিমন্ত্রণ করে ডেকে জামাইকে খুনের চেষ্টার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে! চাঞ্চল্য ছড়াল এলাকায়

নিজস্ব প্রতিনিধি, মালদহঃ গুরুতর অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে। জামাইকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে, তারপর তাঁকেই খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত খোদ শ্বশুর। এই ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার খরবা পঞ্চায়েতের মনিকান্দা এলাকায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

ঘুমন্ত অবস্থায় জামাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেই অভিযোগ। এমনকি বাঁশ দিয়েও মাথায় আঘাত করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মালদহের চাঁচল থানার খরবা ফাঁড়িতে অভিযোগ জানিয়েছেন, আক্রান্তের মা সালেহা বিবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম ব্যক্তির নাম মঞ্জুর আলম, বয়স ৩০ বছর। মঞ্জুরের বাড়ি খরবা পঞ্চায়েত এলাকার রানীপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাত্র ৪ মাস আগেই মনিকান্দার বসিন্দা ইনতাজ আলির মেয়ের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় মঞ্জুরের। বিয়ের পর সংসার বেশ ভালই চলছিল। তাঁদের মধ্যে কোনও দাম্পত্য অশান্তি ছিল না বলেই পরিবারের দাবি। তাহলে ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল? সেই প্রশ্নই উঠছে এই ঘটনার পর। কেন এভাবে মঞ্জুরের শ্বশুর তাঁর উপর হামলা চালালো, তারই উত্তর খুঁজছে পুলিশ। 

ঘটনার পরই মঞ্জুরের মা খরবা থানায় অভিযোগ জানান। বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মঞ্জুর আলম। অন্যদিকে, অভিযুক্ত মঞ্জুরের শ্বশুর তথা ইনতাজ আলির কঠোর শাস্তির দাবি জানিয়েছে মঞ্জুরের পরিবার। ঘটনার অভিযোগ পেয়েই, তদন্ত শুরু করেছে মালদহের চাঁচল থানার পুলিশ।