শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

মণীশের গ্রেফতারির পরেই কি সিদ্ধান্ত বদল? দিল্লিতে ED-র দফতরে হাজিরা দিচ্ছেন না কেষ্ট কন্যা

আত্রেয়ী সেন

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩, ১১:৩৬ এএম | আপডেট: মার্চ ১৫, ২০২৩, ১১:৩৬ এএম

মণীশের গ্রেফতারির পরেই কি সিদ্ধান্ত বদল? দিল্লিতে ED-র দফতরে হাজিরা দিচ্ছেন না কেষ্ট কন্যা
মণীশের গ্রেফতারির পরেই কি সিদ্ধান্ত বদল? দিল্লিতে ED-র দফতরে হাজিরা দিচ্ছেন না কেষ্ট কন্যা

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ গরু পাচার মামলায় আদালতের নির্দেশের পর দোলের দিন দিল্লিতে ইডি-র দফতরে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর ডাক পড়েছিল অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের দিল্লিতে। সেই তালিকায় ছিলেন কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডলও। এদিকে আজ তাঁর দিল্লিতে ইডি (ED) দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু হাজিরা এড়ালেন সুকন্যা মণ্ডল।

সূত্রের খবর, আজ দিল্লি যাচ্ছেন না বলে জানিয়েছেন তিনি। যদিও নিজের মুখে তিনি কিছু বলেননি এই বিষয়ে। কাজেই সুকন্যার অপেক্ষা ইডি। হাজিরা এড়ানোর পর এবার ইডি-র প্রতিক্রিয়া কী হয় সেটাই দেখার। আজ বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের কথা ছিল। কিন্তু সুকন্যা হাজিরা না দেওয়ায় সেটা আপাতত সম্ভব হল না।

অনুব্রত মণ্ডলের গ্রেফতারিরি পর সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি। এর আগে বিপুল সম্পত্তি নিয়ে প্রশ্ন করা হলে, তা এড়িয়ে গিয়েছিলেন সুকন্যা মণ্ডল। তিনি সেসময় জানিয়েছিলেন সব তথ্যই জানে তাঁর বাবা এবং বাবার হিসাবরক্ষক মণীশ কোঠারি তাই এঁদের সকলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছিল ইডি।

কিন্তু এ দিন, নিজের আইনজীবী মারফত সুকন্যা মণ্ডল জানান হাজিরা দিতে তিনি যাচ্ছেন না দিল্লিতে। জরুরি ভিত্তিতে তাঁর কোনও কাজ রয়েছে যা তিনি এড়াতে পারবেন না সেই কারণেই দিল্লি যাওয়া স্থগিত রেখেছেন এ দিন।

প্রসঙ্গত, গরু পাচারের সমস্ত তথ্য পেতে চায় ইডি আধিকারিকরা। ইতিমধ্যেই সুকন্যা, অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারি-সহ বেশ কয়েকজনকে তলব করা হয়েছিল। এর মধ্যে গতকালই মণীশকে কোঠারিকে গ্রেফতার করেন গোয়েন্দারা। আজ ডাক পড়েছিল সুকন্যার। তিনজনকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদের কথা ছিল। তবে এ দিনের হাজিরা এড়ানোয় উঠছে প্রশ্ন। তাহলে কি মণীশ কোঠারি গ্রেফতারির পর, নিজের গ্রেফতারির ভয়েই অবস্থান বদল করলেন কেষ্টকন্যা? শেষ মুহূর্তেই বা এই সিদ্ধান্ত কেন নেওয়া হল? তাহলে কি কোনও কিছু আড়ালের চেষ্টা করছেন? সুকন্যা মণ্ডলের এই হাজিরা এড়ানোয়া বাড়ছে জল্পনা।