বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

‘মা সারদার মর্যাদাহানি হয়েছে’! নির্মল মাজির বক্তব্যে অত্যন্ত ক্ষুব্ধ বেলুড় মঠ কর্তৃপক্ষ

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ৩০, ২০২২, ০৪:৩৩ পিএম | আপডেট: জুন ৩০, ২০২২, ১০:৩৬ পিএম

‘মা সারদার মর্যাদাহানি হয়েছে’! নির্মল মাজির বক্তব্যে অত্যন্ত ক্ষুব্ধ বেলুড় মঠ কর্তৃপক্ষ
‘মা সারদার মর্যাদাহানি হয়েছে’! নির্মল মাজির বক্তব্যে অত্যন্ত ক্ষুব্ধ বেলুড় মঠ কর্তৃপক্ষ

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই মা সারদাকে খুঁজে পেয়েছেন বিধায়ক নির্মল মাজি। সম্প্রতি এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু মা সারদা বলেই সম্বোধন করেছেন যে তা নয়, নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তিও দিয়েছিলেন তিনি। 

কিন্তু তাঁর সেই বক্তব্যে যথেষ্ট ক্ষুব্ধ বেলুর মঠ। বেলুর মঠ কর্তৃপক্ষ প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে, তৃণমূল নেতা নির্মল মাঝির বক্তব্যে ‘মর্যাদাহানি হয়েছে মা সারদার’। তাঁর বক্তব্যে ব্যথিত মা সারদার অগণিত ভক্ত। সেই সঙ্গে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্যও বিশেষ আবেদন জানিয়েছেন বেলুর মঠের সাধারণ সম্পাদক। 

ঠিক কী বলেছিলেন নির্মল মাঝি? গত রবিবার বাঁকুড়ায় প্রোগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ডা. নির্মল মাজি। সেখানেই নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘মা সারদা তিরোধানের কিছুদিন আগে স্বামী বিবেকানন্দের কিছু সতীর্থ মহারাজদের কাছে বলেছিলেন, আমি ঘাট পেরিয়ে হরিশচন্দ্র স্ট্রিট ধরে কালীঘাট মন্দিরে যাই। এখনও দক্ষিণেশ্বরের সেই ঘাটটি আছে। উনি বলেছিলেন, আমার মৃত্যুর পর এতদিন পর আমি মনুষ্য জন্ম নেব কালীঘাটে। সেই জন্মে ত্যাগ, তিতিক্ষার, মানুষ সেবার সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হব।’ 

এদিকে নির্মল মাজির এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। এখানেই থেমে যাননি নির্মল মাঝি, তিনি তাঁর বক্তব্যের সমর্থনে যুক্তিও দিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন যে, ‘সময়, সংখ্যাতত্ত্ব মিলিয়ে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ই মা সারদা। কারণ দুর্গাপুজোর অষ্টমী-নবমী তিথির সন্ধিক্ষণে তাঁর জন্ম। দিদি মা সারদা, দিদিই সিস্টার নিবেদিতা, দিদিই ঘরের দুর্গা।’

এদিকে, নির্মল মাজির এই বক্তব্যে অত্যন্ত ক্ষুব্ধ এবং একইসঙ্গে ব্যথিত রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ, ব্রহ্মচারী এবং অসংখ্য ভক্ত। জানা গিয়েছে নির্মল মাজির বক্তব্যের পর অসংখ্য ভক্ত চিঠি ও ইমেল মারফৎ তাঁদের ক্ষোভ ও দুঃখপ্রকাশ করেছেন। এরপরই বেলুর মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরা নন্দ মহারাজ বিবৃতি জারি করে নির্মল মাজির দেওয়া তথ্যকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। নাম না করে তিনি বলেন, ‘সম্প্রতি কোনও এক রাজনৈতিক নেতা প্রকাশ্যে মা সারদার মানবী জন্ম সম্পর্কে যে কথা বলেছেন, তার উল্লেখ এযাবৎকাল পর্যন্ত কোনও প্রকাশনায় নেই।’

তিনি আরও জানিয়েছেন যে, মা সারদার সংস্পর্শে আসা অনেক সন্ন্যাসী এবং গৃহী ভক্তদের সান্নিধ্যে পরবর্তীকালে তাঁরা অনেকেই এসেছেন। কিন্তু তাঁদের কারও মুখেই একথা শোনেননি তাঁরা কখনও। এরপরই তিনি প্রশ্ন তোলেন, তাহলে, ‘ওই রাজনৈতিক নেতা কোথা থেকে এই তথ্য পেলেন এবং কীভাবে তা প্রকাশ্য সভায় বললেন’? তিনি আরও জানিয়েছেন যে,  মা সারদার যে ভাবমূর্তি তাঁর অগণিত ভক্ত, সমস্ত সন্ন্যাসী এবং ব্রহ্মচারির মনে রয়েছে তা ওই রাজনৈতিক নেতার বক্তব্যে আঘাতপ্রাপ্ত হয়েছে। 

অন্যদিকে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এ প্রসঙ্গে বলেন, ‘এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য থেকে বিরত থাকুন। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রতি শ্রদ্ধা রাখুন। এমন কোনও মন্তব্য করবেন না, যাতে দল বিড়ম্বনায় পড়ে।’