শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

‘বিশ্বকর্মা বাংলা ছেড়ে পালিয়েছেন’! ফের বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের

আত্রেয়ী সেন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৭:৫২ পিএম | আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২২, ০২:১২ এএম

‘বিশ্বকর্মা বাংলা ছেড়ে পালিয়েছেন’! ফের বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের
‘বিশ্বকর্মা বাংলা ছেড়ে পালিয়েছেন’! ফের বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বিতর্ক মানেই দিলীপ ঘোষ। ফের একবার বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয়-সহ সভাপতি। এবার তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠল। বিজেপির এই দাপুটে নেতার দাবি, রাজ্য থেকে বিশ্বকর্মা পালিয়ে গিয়েছে। দিলীপ ঘোষের এই মন্তব্যের পরেই বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দাবি, এই মন্তব্যের জন্য ক্ষমা চান দিলীপ ঘোষ।

শনিবার মেদিনীপুরে বসেই এই বিতর্কিত মন্তব্য করেন তিনি। বস্তুত আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই উপলক্ষ্যে আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর স্টেশনের বগদা এলাকায় ‍‍‘স্বচ্ছ ভারত অভিযান‍‍’ কর্মসূচির আয়োজন করা হয়। বগদা এলাকার রাস্তায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ঝাড়ু দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

এই কর্মসূচিতেই তিনি ওই বিতর্কিত মন্তব্য করেন। এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, ‘এবারের বিশ্বকর্মা পুজো সবচেয়ে বেশি হতাশাজনক। শিল্প নেই। বিশ্বকর্মায় টাকা আসত। কাটমানি, সিন্ডিকেটের টাকা তাও নেই। পুজোয় জৌলুস চলে গিয়েছে। শিল্প, চাকরি না হলে বিশ্বকর্মা পুজো করবে কে? বিশ্বকর্মা বাংলা ছেড়ে পালিয়েছেন। বিশ্বকর্মা পুজো করে কোনও লাভ নেই। বিশ্বকর্মার আরাধনা কাজের মাধ্যমে হোক। সাধারণ মানুষ যখন আনন্দে থাকবেন তখন রাজ্যে বিশ্বকর্মা আসবেন। পুজো হবে।’

এখানেই শেষ নয়, এদিন তাঁর আরও সংযোজন, ‘যদি শিল্প না হয়, চাকরি না হয়, তা হলে বিশ্বকর্মা পুজো করবে কে? তাই বিশ্বকর্মা বাংলা ছেড়ে পালিয়েছেন। এই জন্য পুজো করে কোনও লাভ নেই। বিশ্বকর্মার আরাধনা কাজের মাধ্যমে হোক। সাধারণ মানুষ যখন আরাধনা করবেন, আনন্দ থাকবেন, তখনই বিশ্বকর্মা আসবেন। পুজো হবে। আজ আমরা নরেন্দ্র মোদীর জন্ম দিবস পালন করছি সেবা দিবস হিসেবে।’

এদিকে, বিশ্বকর্মা পুজোর দিনে রাজ্য সরকারকে আক্রমণ করে বিপাকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। অনেকেই বলছেন যে, রাজনৈতিক কাঁদা ছোঁড়াছুঁড়ি করতে গিয়ে দিলীপ ঘোষ ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। তাঁর মন্তব্যের বিরোধিতা করে সমালোচনার ঝড় উঠেছে। যদিও প্রতিবারের মতোই এবারও নিজের মন্তব্যের বিরুদ্ধে কে, কী বলছেন, তা নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন তিনি।

অন্যদিকে, দিলীপ ঘোষের মন্তব্যের বিরোধিতা করে জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে দিলীপ ঘোষের বিশ্বকর্মা পুজো নিয়ে করা বিতর্কিত মন্তব্য টুইট করা হয়। পাশাপাশি এই মন্তব্যের জন্য দিলীপ ঘোষের ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি জানানো হয়। এদিকে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ এই মন্তব্য প্রসঙ্গে কটাক্ষের সুরে বলেছেন যে, দিলীপ ঘোষ না জেনে-বুঝেই মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘রাজ্যে ৩ লক্ষেরও বেশি বিশ্বকর্মা পুজো হয়েছে। আর এর থেকেই স্পষ্ট যে, রাজ্যে কত শিল্প হচ্ছে।’