বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

‘বিজেপি মন্ত্রীদের ঘরে সিবিআই পাঠান’! পুরুলিয়ার কর্মিসভা থেকে তোপ মমতার

আত্রেয়ী সেন

প্রকাশিত: মে ৩১, ২০২২, ০১:৩৩ পিএম | আপডেট: মে ৩১, ২০২২, ০৭:৪২ পিএম

‘বিজেপি মন্ত্রীদের ঘরে সিবিআই পাঠান’! পুরুলিয়ার কর্মিসভা থেকে তোপ মমতার
‘বিজেপি মন্ত্রীদের ঘরে সিবিআই পাঠান’! পুরুলিয়ার কর্মিসভা থেকে তোপ মমতার

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ পঞ্চায়েত ভোটের আগে তিনদিনের জঙ্গলমহল সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার নির্বাচনে জিতে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর, এটাই প্রথম মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফর।
সোমবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করার পর এদিন পুরুলিয়ায় কর্মিসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে দলীয় কর্মীদের বার্তা দেওয়ার পাশাপাশি মঞ্চ থেকে বারবার বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। ২০১৯ এর লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের জেলাগুলিতে খারাপ ফল করে তৃণমূল কংগ্রেস। তবে, ২০২১ এই বিধানসভা ভোটে জেলা পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের ফল লোকসভার তুলনায় অপেক্ষাকৃত ভাল হলেও, বিজেপি ভোট ব্যাংকে স্পষ্ট ছাপ রেখেছে।

এদিন পুরুলিয়ার কর্মিসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘পুরুলিয়ায় আমাদের লোকেরা ভুল করেছিল। সেই কারণেই পুরুলিয়ায় পরাজয় হয় আমাদের। কিন্তু জেতার পর থেকেই আর এলাকায় বিজেপির দেখা নেই। এখানকার বিজেপি নেতা ও সাংসদরা বেপাত্তা। আমাদের সরকার সবসময় মানুষের পাশে আছে। আমাদের বিরুদ্ধে কুৎসা করছে বিজেপি-সিপিএম-কংগ্রেস। আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছে বিজেপি সরকার। ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না।’

এদিনের সভা থেকে বারবার কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট এলেই মোদী সরকার হাজারও প্রতিশ্রুতি দেন আর ভোটের পর কাউকে খুঁজে পাওয়া যায় না। এমনই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি হুঁশিয়ারির সুরে বলেন যে, ইডি- সিবিআই দিয়ে তাঁকে ভয় দেখানো যাবে না। 

এদিন পুরুলিয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন যে, ‘কখনও লালু প্রসাদের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি পাঠানো হচ্ছে, কখনও হেমন্ত সোরেনের বাড়িতে যাচ্ছে সিবিআই। কিন্তু বিজেপি নেতাদের বিরুদ্ধে কেউ কোনও কথা বলছে না। বিজেপি নেতাদের গ্রেফতার করা উচিত। সবকটাকে জেলে পুরুক সিবিআই।’ 

কয়লা পাচার এবং গরু পাচার মামলায় বারবার বিরোধী নেতাদের নিশানা করা হচ্ছে বলেও বলেন  মুখ্যমন্ত্রী। এরপরই তিনি বলেন, ‘কেন্দ্রীয় সংস্থা দিয়ে বারবার ভয় দেখানো হচ্ছে। ওরা ঠিক করেছে ঘরে ঘরে সিবিআই পাঠাবে। আমি কিন্তু কাউকে ভয় পাই না।’

এদিন তিনি আরও বলেন, ‘তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি কোনও ভুল করে আমি থাপ্পড় মারতে পারি। এই অধিকার আমার আছে। ভাই-বোনের মতো কাজ করি। হেরে গিয়েছেন তো কী হয়েছে ঘর থেকে বেরিয়ে মানুষের পাশে দাঁড়ান। মানুষের দরজায় গিয়ে খবর নিন। আগামীদিনে একটা সিট যেন বিরোধীরা না পায় সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে।’

কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রীর বলেন, ‘বিজেপি মন্ত্রীদের ঘরে সিবিআই পাঠান। মোদী সরকার ভেজাল সরকার। ভোট এলে উজালা, ভোট কাটলে ঘোটালা। আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছে বিজেপি সরকার। ১০০ দিনের টাকা দাও, নয়তো বিদায় নাও।’