শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

রাজ্যের স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে কাজ পেতে চান? জেনে নিন যোগ্যতার মাপকাঠি ও শর্ত কী কী?

মৌসুমী মোদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০৮:৫৭ পিএম | আপডেট: জানুয়ারি ৩১, ২০২২, ০৯:২৭ পিএম

রাজ্যের স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে কাজ পেতে চান? জেনে নিন যোগ্যতার মাপকাঠি ও শর্ত কী কী?
রাজ্যের স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে কাজ পেতে চান? জেনে নিন যোগ্যতার মাপকাঠি ও শর্ত কী কী?

রাজ্যের কর্মসংস্থানে গতি আনতে সোমবারই এক নতুন প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে  স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে বিভিন্ন সরকারি ক্ষেত্রে কৃতি ছাত্রছাত্রীদের শিক্ষানবিশ হিসাবে নিয়োগ করা হবে। অর্থাৎ রাজ্য সরকারের এই উদ্যোগে শিক্ষিত বেকার যুবক-যুবতীরা কাজের সুযোগ পাবেন।

 

তবে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে কাজ পাওয়ার ক্ষেত্রে জরুরি শর্ত হল, কাজের অভিজ্ঞতা থাকা। পাশাপাশি নির্ধারিত শিক্ষাস্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যক। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। এই যোগ্যতাগুলি পূরণ হলেই স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের আওতায় কাজের সুযোগ পাওয়া যাবে। যদিও ঠিক কোন কোন ক্ষেত্রে কত শতাংশ আসনে শিক্ষানবিশ নিয়োগ করা হবে তা এখনও স্পষ্ট নয়। এমনকি যে শিক্ষানবিশদের নিযুক্ত করা হবে তাদের সাইপেন্ড কত হবে, সে বিষয়েও স্পষ্ট জানা যায়নি।

 

প্রসঙ্গত, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’র (CMIE) ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, গোটা দেশের তুলনায় রাজ্যে কর্মসংস্থানের হাল সামান্য হলেও ভাল। ডিসেম্বরে দেশের তুলনায় বাংলায় বেকারত্বের হার বেশ কিছুটা কম ছিল। এই পরিস্থিতিতে রাজ্যে আরও কর্ম সংস্থানের দিকে ঝুঁকছে সরকার৷ সোমবার দুপুর ২টো থেকেই রাজ্যের নবান্নে বৈঠক বসে। সেই বৈঠকের শেষেই স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের বিষয়ে জানানো হয়।