শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

‘দিদি যতদিন না প্রধানমন্ত্রী হচ্ছেন, ততদিন মনে হয় না ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে!’ জানালেন দেব

০৪:২২ পিএম, আগস্ট ৪, ২০২১

‘দিদি যতদিন না প্রধানমন্ত্রী হচ্ছেন, ততদিন মনে হয় না ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে!’ জানালেন দেব

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজই ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেতে যান ঘাটালের তৃণমূল সাংসদ দেব। বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেন তিনি। স্থানীয় মানুষদের সঙ্গেও কথা বলেন তিনি। সেখানেই তিনি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বলেন, ‘ভোটের আগে অনেকে এসে বলেছিলেন, সোনার বাংলা বানাব। এই করব, সেই করব। ভোটের পর কারোর হদিশ পাওয়া যায় না।’

এরপরই এদিন তিনি ঘাটালে দাঁড়িয়ে জানান যে, তাঁর মনে হচ্ছে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না প্রধানমন্ত্রী হচ্ছেন, ততদিন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে। তিনি বলেন, ‘আজ আমি বলতে বাধ্য হচ্ছি, যতদিন না দিদি প্রধানমন্ত্রী হচ্ছেন, ততদিন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে বলে মনে হয় না।’ ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গে এদিন তিনি কেন্দ্র সরকারকেও নিশানা করেন। বলেন, ‘এতদিন ধরে এতো বলার পর এতো চিঠি দেওয়ার পর, যদি তাঁদের ঘুম না ভাঙে, শুধু ভোটের সময় ওনারা রাজ্যে এসে বড় বড় কথা বলে চলে যান, সেটা দুঃখজনক।’

ঘাটালের মানুষের প্রতি অবহেলা, বঞ্চনা করা অন্যায় বলেই মনে করেন সাংসদ দেব। দেব এও বলেন যে, তিনি নিজে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আওয়াজ তুলেছেন সংসদে। দেব অভিযোগের সুরে বলেন, কেন্দ্র হতে দিচ্ছে না ঘাটাল মাস্টার প্ল্যান। বলেন, ‘আমি নিজে এই নিয়ে সংসদে বলেছি। জানিয়েছি, ঘাটাল মাস্টার প্ল্যান কতটা জরুরি।’

ঘাটালের তৃণমূল সাংসদ দেব আরও জানান যে, বর্তমানে মানুষ সত্যিই কষ্টের মধ্যে আছে। তাঁর দল সবসময় চেষ্টা করছে, তাঁদের কষ্ট লাঘব করার। দেবের কথায়, ‘আমাদের চেষ্টা হবে, এই সময়ের বিরুদ্ধে লড়াই করে পেরিয়ে যাওয়া এবং মানুষকে পুরনো জীবনে ফিরিয়ে আনা।’ পাশাপাশি তিনি এও বলেন, ‘রাজনীতি মানুষের জন্য, মানুষকে ভালো রাখার জন্য। এখন রাজনীতি অন্য কথা বলে। আজকে মানুষের জন্য খুব কম দলই কাজ করে।’

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন নৌকায় চেপে ঘাটালের অজয়নগর গ্রাম পঞ্চায়েতের শীলা রাজনগর, হরিদাসপুর এলাকা পরিদর্শন করেন দেব। শীলা রাজনগরের ত্রাণশিবিরেও যান তিনি। কথা বলেন দুর্গতদের সঙ্গে। যাঁদের ঘর ভেঙে গিয়েছে, তাঁরা আর্থিক সাহায্য পাবেন বলেও আশ্বস্ত করেছেন তিনি।

এদিকে ঘাটাল ব্লকে ইতিমধ্যেই দু’জনের মৃত্যু হয়েছে। তাঁদের পরিবার-পরিজনদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তৃণমূল সাংসদ দেব। উল্লেখ্য, এখনও ঘাটালের ১২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০টি জলের তলার। পুর এলাকার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ড প্লাবিত। বন্যার কারণে ঘাটাল ব্লকে সাড়ে ৩ লক্ষ মানুষ জলবন্দি। এদিকে, জল কমার আগেই বুধবারের অর্থাৎ আজকের বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, ঘাটালের পর দাসপুর ১ নম্বর ব্লকের রাজনগর, নারাজল গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করবেন দেব। যেতে পারেন কেশপুরেও।