বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

“বাংলার সংস্কৃতি বোঝেন না মমতা বন্দ্যোপাধ্যায়”, নদিয়ার জনসভা থেকে আর কী বললেন জে পি নাড্ডা

০৬:১৯ পিএম, ফেব্রুয়ারি ৬, ২০২১

“বাংলার সংস্কৃতি বোঝেন না মমতা বন্দ্যোপাধ্যায়”, নদিয়ার জনসভা থেকে আর কী বললেন জে পি নাড্ডা
বংনিউজ২৪x৭ ডেস্কঃ আবারও দুদিনের রাজ্য সফরে এলেন জে পি নাড্ডা। আজ মালদা সফর করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। প্রথমে মালদার ইংরেজবাজারে পৌঁছান তিনি। তারপর সেখান থেকে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাবট্রপিক্যাল হর্টিকালচারে যান। সেখানে আম চাষি সহ বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেন তিনি। তারপর সেখান থেকে পৌঁছান মালদার সাহাপুরে। সেখানে তিনি বক্তব্য রাখেন। তারপর কৃষকদের একটি প্রদর্শনী তে যোগ দেন তিনি। এরপর কৃষকদের সাথে গরম গরম খিচুড়ি খেয়ে মধ্যাহ্নভোজ সারেন। এমনকি খিচুড়ি খেয়ে হাতের ইশারাতেই জানালেন ভালো হয়েছে, তারপর খিচুড়ি খেয়ে সেই হাত মুছলেন নিজের ধুতিতেই। মধ্যাহ্নভোজ শেষে শুরু হয় রোড শো। ইংরেজবাজারের ফোয়ার মোড় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশ পর্যন্ত হবে রোড শো। উল্লেখ্য আজকের সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে ছিলেন দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরী সহ বিজেপির একাধিক রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রীরা। আজকের সভায় কৃষকদের লক্ষ্য করেই বক্তব্য রাখেন জে পি নাড্ডা। এমনকি আসন্ন ভোটে বিদায় নেবে মমতা সরকার, এই কথা বলে টা টা করার কথাও উল্লেখ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এরপরই মালদা থেকে চৈতন্যধামে পৌঁছান জে পি নাড্ডা। নদিয়ায় পৌঁছে নবদ্বীপের চটির মাঠ থেকেই পরিবর্তন যাত্রা শুরু করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। প্রথমে তিনি মনিষীপুজো করেন। আর তারপর নদিয়া থেকেও মমতা সরকারের প্রতি নিশানা করে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সংস্কৃতি সম্পর্কে বোঝেন না, তাই বাংলার মানুষ পরিবর্তন চাইছে। এছাড়া তিনি বলেন, মোদী সরকারের নানা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রকল্প হিসেবে চালায়। তিনি আরও বলেন, মমতা সরকার সরে গেলে বাংলার মানুষ আয়ুষ্মান ভারত পাবে। নদিয়া থেকে কী বললেন জে পি নাড্ডা, রইলো ভিডিও.. https://www.facebook.com/BJP4Bengal/videos/912594745944343 অন্যদিকে আজ মালদার সভায় তিনি বলেন পশ্চিমবঙ্গে পদ্ম ফুটলে উন্নতি অনিবার্য। এমন কি মুখ্যমন্ত্রী কে নিশানা করে বলেন, ভোটে বিদায় নেবে মমতা সরকার, টা টা করুন সবাই। এরপর বলেন রাজ্যের মানুষ তৈরি হয়ে গেছে মমতা সরকার কে বিদায় জানাতে। এরই সাথে মমতা সরকার কৃষকদের প্রতি বঞ্চনা করছেন সেকথাও তুলে ধরেন তিনি। এছাড়া আজ তিনি জয় শ্রীরাম শ্লোগান নিয়ে বলে, মমতা দি জয় শ্রীরাম বললে রেগে যাচ্ছেন কেন? এরই সাথে বলেন বাংলায় পিসি-ভাইপোর জন্য বিরক্ত জনসাধারন, তাই তাঁদের বিদায় জানাতে তৈরি সকলে। এছাড়া তিনি বলেন, মোদি সরকার আত্মনির্ভরতার নামে ১ লক্ষ কোটি প্রদান করেছে। এছাড়া কৃষক সুরক্ষা অভিযানে প্রায় ৩৫ লক্ষ কৃষক যুক্ত রয়েছে। এখনও পর্যন্ত মোদী সরকার প্রায় ৩৩ হাজার গ্রামে পৌঁছে গেছে। এছাড়া রাজ্যে প্রায় ৬৬৫ কিমি হাইওয়ে তৈরির কাজ চলছে। এছাড়াও তিনি বলেন মোদী সরকার এলে রাজ্যে উন্নতি হবে।