শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

গলায় মাছের কাঁটা বিঁধলে কি করবেন! জেনে নিন

১১:৪৯ পিএম, জুলাই ২১, ২০২১

গলায় মাছের কাঁটা বিঁধলে কি করবেন! জেনে নিন

বাঙালি মাছ ছাড়া কি থাকতে পারে। কথাতেই আছে মাছেভাতে বাঙালি। আর মাছ খেতে গিয়ে জীবনে একবারও গলায় কাঁটা বিঁধে কষ্ট পাননি এরকম মানুষ খুব কম আছে। তাই আসুন জেনে নিই হঠাৎ গলায় মাছের কাঁটা আটকে গেলে সহজে কীভাবে নামানো যায়:

ছোট বেলায় অনেক বার আমরা এটা করেছি, এটিই কিন্তু সবচেয়ে কার্যকর। শুকনো ভাতের ছোটো ছোটো বল বানিয়ে চটপট জল দিয়ে গিলে ফেলতে হবে, দেখবেন কাঁটা নেমে যাবে।

লেবু কেটে লবণ মেখে রস খেয়ে নিন মাছের কাঁটা নরম হয়ে নেমে যাবে। এছাড়াও হালকা গরম জলে সামান্য লবণ বা ভিনেগার মিশিয়ে পান করলেও উপকার পাওয়া যায়।

গলায় কাঁটা বিঁধেছে? আর রক্ষা পাবেন কিভাবে ভাবছেন! তাহলে মোটেই দেরি না করে একটু অলিভ অয়েল খান। এতে কাঁটা পিছলে গলা থেকে নেমে যাবে। এছাড়া এক গ্লাস কোমল পানীয় অর্থাৎ কোল্ড ড্রিংক পান করলেও কাাঁটা নরম হয়ে নেমে যায়।

এরপরও গলায় ফুটে থাকা কাঁটা না নেমে গেলে নিকটবর্তী হাসপাতালের জরুরি বিভাগে কিংবা কোনো নাক-কান-গলা বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন।