মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

‘আপনার মতো দৃঢ়চেতা মহিলাদের রাজনীতিতে আসা উচিত’, স্বরাকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

১০:৪৪ পিএম, ডিসেম্বর ১, ২০২১

‘আপনার মতো দৃঢ়চেতা মহিলাদের রাজনীতিতে আসা উচিত’, স্বরাকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ তাঁর কথার মাঝে মাঝে পড়ছে করতালি। আবার যখন তিনি একে একে কেন্দ্র বিরোধী বিভিন্ন সাংস্কৃতিক কর্মীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন, তখনও হাততালি দিয়ে উঠেছিলেন সকলে। সবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে থাকা জাভেদ আখতার ‘থামস আপ’ দেখিয়ে বুঝিয়ে দিলেন স্বরার স্বরের জোর নাড়িয়ে দিয়েছে সকলকে। এ সবের শেষে মমতা স্বরাকে প্রস্তাব দিলেন, ‘আপনি রাজনীতিতে কবে সরাসরি যোগ দিচ্ছেন? আপনার মতো দৃঢ়চেতা মহিলাদের রাজনীতিতে আসা উচিত।’

মুম্বইয়ে বিদ্বজনদের সঙ্গে বুধবার মুখোমুখি মত বিনিময় করতে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভায় উপস্থিত ছিলেন জাভেদ আখতার, স্বরা ভাস্কর, মহেশ ভাট, রিচা চাড্ডার মতো মানুষেরা। আজকের এই সভায় নিজেকে অভিনেতার পরিচয় দিয়ে নিজের বক্তব্য শুরু করেন স্বরা। বাংলায় বলেন, ‘খেলা হয়েছে।’ জেএনইউ থেকে কৃষক আন্দোলন বিজেপি বিরোধিতার শক্তিশালী মুখ স্বারার কণ্ঠ মঙ্গলবার ছিল আবেগপূর্ণ, সে কথা নিজেও বললেন কথা বলতে বলতে। তিনি মুনাওয়ার ফারুকি-সহ একাধিক নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন স্বরা। তার পরেই তিনি বলতে শুরু করেন কীভাবে এই বিজেপি সরকারের আমলে সমস্ত চাপ অগ্রাহ্য করে তাঁরা কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করছেন।

আজকের সভায় নিজের বক্তব্যের শেষে স্বরা প্রশ্ন তোলেন ইউএপিএ নিয়ে। তিনি বলেন, সুধা ভরদ্বাজ সম্প্রতি জামিন পেয়েছেন, কিন্তু এই ইউএপিএ আইন সবস্তরে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। অনৈতিকভাবে এই আইন প্রয়োগ করছে কেন্দ্রীয় সরকার। মমতার এই নিয়ে অবস্থান কী? উত্তরে মমতা বলেন, এ সমস্ত আইন বিদ্বজন বা সাধারণ মানুষের উপর প্রয়োগ করার জন্য তৈরি করা হয়নি। মমতা প্রসঙ্গ তোলেন টাডা আইনেরও। শেষে একথা স্পষ্ট করে দেন, যদি বিজেপি সরকার যাওয়ার পর তাঁর দল সুযোগ পায়, তাহলে, তিনি এই ধরনের দানবীয় আইন নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন, সেটা নিয়ে অবশ্যই আলাদা করে ভাববেন।

এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় হাততালি দিয়ে ওঠেন সভা উপস্থিত বিদ্বজনেরা। এরপর মাইক্রোফোন রেখে দেওয়ার কয়েক সেকেন্ড পরেই ফের টা তিনি হাতে তুলে নেন। আর স্বরাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার মতো দৃঢ়চেতা মহিলাদের রাজনীতিতে আসা দরকার। কবে রাজনীতিতে দেখা যাবে আপনাকে?’