বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আজ থেকে ফের রাজ্যে খুলছে মদের দোকান! জেনে নিন কোন সময় খোলা থাকবে?

০৩:০৯ পিএম, জুন ১, ২০২১

আজ থেকে ফের রাজ্যে খুলছে মদের দোকান! জেনে নিন কোন সময় খোলা থাকবে?

করোনা মোকাবিলায় রাজ্যে চলছে কার্যত লকডাউন। ফলে অন্যান্য বহু দোকান-পাটের পাশাপাশিই বন্ধ ছিল বাংলার সমস্ত মদের দোকানও। তবে সুরাপ্রেমীদের জন্য এবার সুখবর! কারণ আজ থেকে রাজ্যে ফের খুলছে সমস্ত মদের দোকান। ফলে এবার দোকানে গিয়েই মদের বোতল হাতে পেয়ে যাবেন রাজ্যের সুরাপ্রেমীরা।

জানা গিয়েছে, করোনা বিধি-নিষেধের সমস্ত রকম নির্দেশিকা মেনেই কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় খুলছে মদের দোকান। কিন্তু ঠিক কোন সময় খোলা থাকবে দোকান? সূত্রের খবর, মদের দোকানগুলিকে খুচরো দোকানের মধ্যেই ধরা হচ্ছে। ফলে দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত খোলা থাকবে মদের দোকান। তবে মানতে হবে সমস্ত বিধি-নিয়ম। বজায় রাখতে হবে দূরত্ব বিধিও। তবে মদের দোকান খুললেও রাজ্যে এখনই খুলছে না কোনও বার বা রেস্টুরেন্ট।

উল্লেখ্য, সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, 'রাজ্যে করোনার সংক্রমণ অনেকটাই কমেছে'। তাই এক্ষেত্রে খুচরো দোকানগুলির ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ১০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে। কোনও নির্মাণ সংস্থা যদি নিজেদের কর্মীদের টিকাকরণ করিয়ে কাজ শুরু করতে চায়, সেক্ষেত্রে তাদের ছাড় দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তবে সব ক্ষেত্রেই মানতে হবে কোভিড বিধি।

অন্যদিকে, রাজ্যে আরও ১৫ দিন বেড়েছে লকডাউনের মেয়াদ৷ আগামী ১৫ জুন অবধি জারি থাকবে লকডাউনের বিধিনিষেধ। বর্তমান সমস্ত নিয়মই জারি থাকলেও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তবে রাজ্যে আপাতত বন্ধ থাকছে ট্রেন, বাস, মেট্রো ইত্যাদি গণপরিবহন পরিষেবা।