মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

নারীত্বের জয়গান! মোদির মন্ত্রীসভায় স্থান পেলেন এই ১১ জন মহিলা মন্ত্রী, নতুন মুখ ৭

০৫:১৩ পিএম, জুলাই ৮, ২০২১

নারীত্বের জয়গান! মোদির মন্ত্রীসভায় স্থান পেলেন এই ১১ জন মহিলা মন্ত্রী, নতুন মুখ ৭

নারীত্বের জয় জয়কার! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্যাবিনেটে বাড়ল মহিলা মন্ত্রীর সংখ্যা। এবার কেন্দ্রীয় মন্ত্রীসভায় দেখা যেতে চলেছে ১১ জন মহিলা মন্ত্রীকে। তার মধ্যে ৭ জনই নতুন মুখ৷ এর আগে মন্ত্রীসভায় ছিলেন ৫ জন মহিলা মন্ত্রী। এবার সেই সংখ্যা দ্বিগুণের বেশি।

কেন্দ্রীয় মন্ত্রীসভায় এতদিন পূর্ণমন্ত্রী ছিলেন নির্মলা সীতারামন, স্মৃতি ইরানি। প্রতিমন্ত্রী ছিলেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি, রেণুকা সিংহ সারুতা। এবার সেই তালিকায় জুড়ল নতুন ৭ মুখ। ৭৮ জনের মন্ত্রীসভায় এবার ১১ জনই মহিলা মন্ত্রী। কেন্দ্রীয় সরকারের দাবী এটি একটি 'ঐতিহাসিক' ঘটনা। কারণ এর আগে একমাত্র ২০০৪ সালের কংগ্রেস সরকারের মন্ত্রীসভায় এতজন মহিলা মন্ত্রীকে দেখা গিয়েছিল। এবার ফের একই ঘটনা ঘটাল বিজেপি সরকার।

[caption id="attachment_21649" align="alignnone" width="1000"]নারীত্বের জয়গান! মোদির মন্ত্রীসভায় স্থান পেলেন এই ১১ জন মহিলা মন্ত্রী, নতুন মুখ ৭ নারীত্বের জয়গান! মোদির মন্ত্রীসভায় স্থান পেলেন এই ১১ জন মহিলা মন্ত্রী, নতুন মুখ ৭[/caption]

এবার দেখে নেওয়া যাক কেন্দ্রীয় মন্ত্রীসভায় কে কোন পদ পেলেন। নির্মলা সীতারমণ এবং স্মৃতি ইরানি যথাক্রমে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হিসাবে একই পদে রয়েছেন৷ এছাড়া বাকিরা কে কোন দপ্তর পেলেন চোখ বুলিয়ে নেওয়া যাক...

১. নির্মলা সীতারমণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী ২. স্মৃতি ইরানি কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ৩. রেণুকা সিংহ সারুতা কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী ৪. সাধ্বী নিরঞ্জন জ্যোতি কেন্দ্রীয় উপভোক্তা, খাদ্য ও গণবন্টন, গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ৫. শোভা কারান্দলাজে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ৬. প্রতিমা ভৌমিক সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ৭. দর্শনা জার্দোস কেন্দ্রীয় বস্ত্র ও রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী ৮. অনুপ্রিয়া প্যাটেল কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী ৯. অনুপর্ণা দেবী কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী ১০. মীনাক্ষী লেখি বিদেশ মন্ত্রক এবং কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী ১১. ভারতী পাওয়ার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী