শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

পা উপরে, মাথা নীচে! যোগা-র ভঙ্গিতে ওয়াইড বল সিগন্যাল আম্পায়ারের! দেখুন মজাদার ভিডিও

০৮:১৫ পিএম, ডিসেম্বর ৮, ২০২১

পা উপরে, মাথা নীচে! যোগা-র ভঙ্গিতে ওয়াইড বল সিগন্যাল আম্পায়ারের! দেখুন মজাদার ভিডিও

ক্রিকেটর ময়দানে আম্পায়ারের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যাচের ফলাফল বা গতিপ্রকৃতি নির্ধারিত হয় আম্পায়ারেরই হাতে। তবে মাঠের বাইরে আম্পায়ারদের নিয়ে তেমন চর্চা হয় না। কিছুটা যেন ব্রাত্যই রয়ে যান তাঁরা৷ খুব কম সময়ই খবরের শিরোনামে উঠেবাসেন আম্পায়াররা। সম্প্রতি এমনই এক বিরল ঘটনার সাক্ষী রইল মহারাষ্ট্রের স্থানীয় ক্রিকেট লিগ- পূরন্দর প্রিমিয়ার লিগ। যেখানে ক্রিকেটারদের ছাপিয়ে লাইমলাইটে উঠে এলেন মাঠের এক আম্পায়ার।

মহারাষ্ট্রের ওই টুর্নামেন্টে ঠিক যোগা-র ভঙ্গিতে মাথায় ভর দিয়ে দুই পা বিস্তৃত করে অদ্ভুতভাবে ওয়াইড বলের সিদ্ধান্ত দিলেন ওই আম্পায়ার। তাঁর কাণ্ড দেখে হতবাক হয়ে যান মাঠে থাকা ক্রিকেটার ও দর্শকরা। শুধু তাই নয়, ম্যাচের ধারাভাষ্যকাররাও এমন কাণ্ডে বিস্মিত হয়ে যান। ম্যাচে এক বোলার ওয়াইড দেওয়া মাত্রই ক্যামেরার সামনে অদ্ভুত ভঙ্গিতে ধরা দেন ওই আম্পায়ার। সেই ভিডিও আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

https://twitter.com/supriyasahuias/status/1467864141725507589?t=cC6ZMM-0Yzi19-IvHLA78w&s=19

আসলে ওই ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল এক স্থানীয় যোগা প্রশিক্ষককে। তাই ওয়াইড বলের সিগন্যাল দিতে গিয়ে মাথা নীচে ও পা উপরে করে যোগা-র ভঙ্গিমাতেই আম্পায়ারিং করেন তিনি। গত ৫ ডিসেম্বর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সরং ভালেরাও নামের এক ক্রিকেট সমর্থক। এরপর সুপ্রিয়া সাহু নামে এক আইএএস আধিকারিক নিজের টুইটার একাউন্টে এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'যখন যোগা এবং ক্রিকেটের সাক্ষাৎ ঘটে।'প্রাক্তন ইংরেজ ক্রিকেটার মাইকেল ভনও ভিডিওটি শেয়ার করেন।

https://twitter.com/MichaelVaughan/status/1467548011790323713?t=mTNHtQsVV6NCFPJy5dBZOQ&s=19

বলাই বাহুল্য, মজাদার সেই ভিডিওটি নেটিজেনদের বেশ মনোরঞ্জন করেছে। ইতিমধ্যেই ১ মিলিয়নের বেশি মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিও। অনেকে মন্তব্যও করেছেন, 'আম্পায়ার একজন সুপারস্টার'।

https://twitter.com/vinodyadavgogar/status/1468163269697277952?t=yM6xMDTPsUAIWs_A8ZwoeQ&s=19 https://twitter.com/JeromeVet/status/1467865113466052609?t=u_0-xrwDcYwUB6l00vn3fg&s=19