বংনিউজ২৪x৭ ডেস্কঃ করোনা মহামারিকালে গোটা দেশ এক মন্ত্র যোপছিল। সেটি হল ওয়ার্ক ফর্ম হোম। তবে বর্তমানে করোনার প্রকোপ কম্ লেও নিশ্চিহ্ন হয়ে যায়নি। তাই নিজের সুরক্ষা নিজের হাতে। সেক্ষেত্রে কিছু সুযোগ দিল পরিবহন বিভাগও। এবার ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার জন্য আর ছোটাছুটি করতে হবেনা। সুস্থ ভাবেই বাড়িতে বসেই এই কাজ সম্পন্ন করা যাবে।
এই কাজ করার জন্য বিশেষ কিছু পদক্ষেপ সম্পন্ন করলেই অতি সহজেই কাজ মিটে যাবে। প্রথমে আপনাকে পরিবহন বিভাগের ওয়েব সাইট অর্থাৎ parivahan.govt.in এ ক্লিক করতে হবে। তারপর লগ ইন করে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত অপশনে ক্লিক করতে হবে। তারপর ডিএল অপশনে ক্লিক করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তারপর এই তথ্য বা ডকুমেন্ট গুলি আপনার নিকটবর্তী আরটিও অফিসে জমা দিতে হবে এবং টাকা পেমেন্ট করতে হবে।
পরিবহন বিভাগের ওয়েব সাইটে আপনাকে ফর্ম ডি ডাউনলোড করে সেই ফর্ম অনুযায়ী যাবতীয় তথ্য নিয়ে আরটিও অফিসে গিয়ে আপনার বায়োমেট্রিক ডিটেল এবং ডকুম্যান্ট ভেরিফাই করাতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে আগের ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সাইজ ছবি এবং আধার কার্ড। এগুলি আপলোড হয়ে গেলেই আপনার লাইসেন্স রিনিউ হয়ে যাবে।