শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সুখবর, ১০০ টাকার রেকারিং ডিপোজিটে পেয়ে যাবেন ৭,০০০ টাকা! কীভাবে? জেনে নিন বিস্তারিত

১০:৪৬ এএম, ফেব্রুয়ারি ২০, ২০২১

সুখবর, ১০০ টাকার রেকারিং ডিপোজিটে পেয়ে যাবেন ৭,০০০ টাকা! কীভাবে? জেনে নিন বিস্তারিত
বংনিউজ২৪x৭ডিজিটাল ডেস্কঃ পোস্ট অফিসে অল্প টাকায়, স্বল্প মেয়াদে জমায়তে পারলেই ভাল টাকা পেয়ে যাবেন। মাত্র ১০০ টাকা করে জমাতে পারলেই পেতে পারেন ৭০০০ টাকা। আর এই প্রকল্পে পাবেন ৫.৮ শতাংশ সুদ। এই প্রকল্পের আসুবিধা পাওয়ার জন্য প্রথমেই পোস্ট অফিসে খুলতে হবে একটি রেকারিং অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টে প্রতি মাসে আপনি ১০০ অথবা তার বেশি টাকা জমা করতে পারেন। আর এই অ্যাকাউন্ট ৫ বছরের মেয়াদের বেশি চালানো যাবে না। এই পরিষেবায় জয়েন্ট বা সিঙ্গল দুই ধরনের অ্যাকাউন্টই খোলা যায়। তবে, যদি অ্যাকাউন্ট হোল্ডার প্রাপ্তবয়স্ক না হয়, তবে সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টে একজন অভিভাবককে থাকতে হবে। এই অ্যাকাউন্টে সবথেকে বেশি তিনজনের নাম থাকতে পারে। নগদ এবং চেক দুভাবেই এই অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া যেতে পারে। উল্লেখ্য, এক বছর টাকা জমা দেওয়া হলেই, মোট তাল্কার অর্ধেক টাকা ঋণ হিসেবে নেওয়া যেতে পারে। সেই সুবিধাও রয়েছে। এবার আসা যাক কীভাবে ৭,০০০ টাকা পাবেন সেই প্রসঙ্গে। আপনি যদি ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের কোনও একদিন ১০০ টাকা দিয়ে রেকারিং অ্যাকাউন্ট খোলেন, তাহলে ৫ বছর পর, ২০২৬ সালে আপনি পাবেন ৬,৯৬৯ টাকা ৬৭ পয়সা। এই ৫ বছরে প্রতি মাসে চাইলে সুদ পাবেন ৯৬৯ টাকা ৬৭ পয়সা। তবে, কেউ চাইলে এই রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন। তার জন্য অবশ্য নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। আর তা করলেই, সুদ সমেত টাকা ফেরত পেয়ে যাবেন যাবেন।