শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রোজ মাটির ভাঁড়ে চা পান করলে পাবেন এই সকল উপকারগুলি

১১:৪০ পিএম, নভেম্বর ২৯, ২০২১

রোজ মাটির ভাঁড়ে চা পান করলে পাবেন এই সকল উপকারগুলি

চা ছাড়া বাঙালির তো চলেই না, আর এই শীতকালে তো আলাদাই মজা চা পান করে। মাটির ভাঁড়ে চা পান করার সুখ অনেকেই উপভোগ করেন। কিন্তু তাতে স্বাস্থ্যের উপকার হয় কি? অবশ্যই হয়। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এর কয়েকটি কারণও দেখিয়েছেন তাঁরা। বিশেষজ্ঞরা কি কি বলছেন এর সপক্ষে দেখে নিন-

প্রথমত মাটির ভাঁড়ে চা ঢাললে তার পুষ্টিগুণ অনেকটাই বেড়ে যায়। মাটিতে খনিজ, ফসফরাস, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো উপাদান থাকে তা শরীরের পক্ষে খুবই উপকারী। এর ফলে ক্লান্তি দূর হয়।

দ্বিতীয়ত দুধ চা খেলে অনেকেরই অ্যাসিডিটি বেশি হয়। মাটির তৈরি ভাঁড়ে অ্যালকালাইন থাকে। ফলে তাতে চা খেলে অ্যাসিডিটির সম্ভাবনা খুব বেশি থাকে না। এই কারণে যাঁদের হজমের সমস্যা রয়েছে, তাঁদের অনেক সময় মাটির গ্লাসে জল খাওয়ার পরামর্শও দেওয়া হয়।

তৃতীয়ত প্লাস্টিকের কাপে চা খাওয়া একেবারেই উচিত হয়, এমনটাই মনে করেন বেশিরভাগ বিশেষজ্ঞরা। প্লাস্টিকের মধ্যে গরম চা ঢালা হলেই রাসায়নিক বিক্রিয়া হয়। তা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তাছাড়া মাটির ভাঁড় তো পরিবেশ বান্ধব। এতে দূষণ ছড়ানোর কোনও সম্ভাবনাই নেই।