উত্তরে নামবে ঝমঝমিয়ে বৃষ্টি, দক্ষিণে পারদ বৃদ্ধি! কেমন থাকবে আজকের আবহাওয়া

By Bongnews24x7

Published On:

Follow Us

মার্চ মাসের প্রথম দিন। সকাল থেকেই ভীষণ রকম হাওয়া চালালেও গরমও কিন্তু পড়েছে বেশ ভালোই। আর আবহাওয়া দপ্তরের তরফে জানা যাচ্ছে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রা বৃদ্ধি হবে। যদিও এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।

সময়টা বসন্তকাল হলেও বেশ ভালো রকমের গরম পড়েছে। আর এই গরম আর‌ও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চৈত্রের গরম জানার দিচ্ছে। যদিও আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, এই মুহূর্তে বাতাসে আর্দ্রতা কম থাকায় গরম সেই রকম ভাবে অনুভূত হবে না। বরং বসন্তের আমেজ মিলবে।

একইসঙ্গে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, অসমের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত! যার জেরে পশ্চিমী ঝঞ্জা ঢোকার সম্ভাবনা রয়েছে, আর তাই এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক‌ই থাকবে‌। একই সঙ্গে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কাও করা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে উপকূল এবং গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে সকালের দিক কুয়াশাচ্ছন্ন থাকবে।

তবে দক্ষিণবঙ্গ শুষ্ক থাকলেও বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বৃষ্টির ভারী সম্ভাবনা রয়েছে।
এই জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now