আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

‘আর দেরি নেই, ঘরে ফিরছি’, আনন্দে উচ্ছ্বসিত সুনীতা, বুচ উইলমোররা! তাঁদের মহাকাশযান কখন নামছে ফ্লরিডা? কি বলছে নাসা?

Published on: March 17, 2025

কথা ছিল ৮ দিনের জন্য গেছেন তারা। কিন্তু তারই মাঝে কেটে গেছে সুদীর্ঘ ৯ মাস। মহাকাশ থেকে পৃথিবীতে পা রাখেননি তারা। তাদের কথা ভেবে প্রতিটা মুহূর্ত উদ্বেগে কেটেছে বিশ্ববাসীর। তারা হলেন মহাকাশচারী ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস ও বুচ‌ উইলমোর। মাত্র ৮ দিনের জন্য মহাকাশে গিয়ে তাদের ফিরতে সময় লাগছে ৯ মাস।

জীবনধারণ, শারীরিক সক্ষমতা অনেকটাই বদলে গেছে হয়ত এই দুজনের। উল্লেখ্য, আজ মহাকাশ স্টেশন থেকে তাঁদের নিয়ে রওনা দেবে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের নিতে পৌঁছে গেছেন অন্য মহাকাশচারীরাও। এবং তাদের দেখে যথারীতি দারুন উচ্ছ্বসিত সুনীতা এবং বুচ।

দীর্ঘদিন মহাকাশে আটকে থাকার পর দেশে ফেরার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ককে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন সুনীতা উইলিয়ামস। এই ভিডিওবার্তা সমাজমাধ্যমে শেয়ার করেছেন মাস্ক নিজেই।

ইতিমধ্যেই, নাসার তরফে সুনীতাদের পৃথিবীতে অবতরণের সময় প্রকাশ করেছে। মঙ্গলবারতাদের বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার বিকেল পাঁচটা সাতান্ন মিনিটে ফ্লোরিডার উপকূলে আছড়ে পড়বেন সুনীতারা।

ক্যাপসুল বন্ধ হওয়া থেকে অবতরণ প্রক্রিয়ার সম্পূর্ণটা সরাসরি সম্প্রচার শুরু করে দিয়েছে নাসা। তবে সফট ল্যান্ডিং নয় ক্যাপসুল আছড়ে পড়বে মধ্যসাগরে। তবে মহাকাশচারীদের ক্ষতি হবে না এর ফলে। ক্যাপসুলের ভেতরে জল ঢুকে যাওয়ার কোন‌ও সম্ভাবনা নেই। উল্লেখ্য, স্পেসএক্সের‌ এই যানে সুনীতা, বুচ ছাড়াও থাকছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজ়ান্ডার গর্বুনভ।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now