আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

তরুণীর হাত থেকে ফোন ছিনতাই! এক হাতে ঘুষ পেতেই তরুনীর মোবাইল ফেরত দিল বাঁদর

Published on: February 11, 2025

সোশ্যাল মিডিয়ায় শুধু যে মানুষের ঘটনা ভাইরাল হয় এমনটা কিন্তু একেবারেই নয়, সমানতালে ভাইরাল হয় পশু পাখিদের ভিডিও! আসলে মানুষের কর্মকাণ্ডের মাঝে পশুপাখিদের বিভিন্ন কীর্তিকলাপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বলাই বাহুল্য, মানুষদের ভিডিও তো বটেই পশুপাখিদের ভিডিও কিন্তু বেজায় আনন্দ দেয় মানুষকে। সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে বাঁদরের ভিডিও।

আসলে সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হয়েছে বাঁদরের বাঁদরামি। আর স্মার্ট ফোনের দৌলতে সেই সব ছবি, ভিডিও চোখের নিমেষে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। আর সেই সব ভিডিও দেখে মজা নেন নেটিজেনরা। ভাইরাল হ‌ওয়া ভিডিওতে দেখা গেছে, রাস্তা দিয়ে মোবাইল ফোন হাতে নিয়ে হাঁটছিলেন তরুণী। আর তখন‌ই সেই তরুণীর হাত থেকে মোবাইল ছিনিয়ে পাশের একটি দোকানের ছাদে উঠে পড়ে একটি বাঁদর।

আর সেই ফোন কিছুতেই ফেরৎ দেবে না সে। তবে বাঁদর বলে কী তার বুদ্ধি নেই? ফোন তখন‌ই পাবে যখন সে কিছু জিনিস পাবে। ফোন পাওয়ার জন্য তখন‌ সবাই নিচ থেকে খাবার ছুঁড়তে থাকে, সেই প্যাকেট পাওয়ার জন্য সঙ্গে সঙ্গেই তরুণীর ফোন ফিরিয়ে দিল বাঁদর। সমাজমাধ্যমে দারুণ রকমভাবে ভাইরাল হয়েছে এই ভিডিও।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now