আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

সুনামিতে তলিয়ে গিয়েছিলেন খরকুটোর মতো, সবকিছু হারানোর নিঃস্ব কৃষক পরিবারের এই দুই মেয়ে আজ সাফল্যের শিখরে

Published on: February 11, 2025

মানুষের জীবনে ইচ্ছে শক্তি হচ্ছে সবথেকে বড় বিষয়। যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে যে কোন‌ও বিপদকে, যে কোন‌ও বিপর্যয়কে আপনি যে কোন‌ও মূল্যে পরাস্ত করতে পারবেন। আসলে প্রতিকূলতাকে প্রতিকূলতা না মনে করে তাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়াটা বোধহয় বেশি বুদ্ধিমানের কাজ।

আসলে জীবনে বাধা-বিপত্তি প্রতিটা মুহূর্তেই আসবে, আর সেই সমস্ত প্রতিকূলতা, বাধা-বিপত্তিকে অতিক্রম করে যখন সফলতা অর্জন করা হয় তখন তার মূল্য জীবনে অনেকটা বেড়ে যায়। আর প্রতিকূলতাকে জয় করে সাফল্যের চূড়ায় ওঠা কৃষক পরিবারের দুই কন্যার কথা শুনলে মন খুশি হবে আপনার‌ও।‌

২০০৪ সালের সুনামিতে তলিয়ে গিয়েছিল এই দুই বোনের পরিবার।‌ এই দুই বোনের জন্ম হয়েছিল তামিলনাড়ুর কুড্ডালোর জেলার এক কৃষক পরিবারে। দুই বোন ইউপিএসসি পরীক্ষায় সফলতা অর্জন করে আইপিএস ও আইএএস হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। ভারতের সবথেকে কঠিন পরীক্ষা পাশ‌ করেছেন এই দুই বোন।‌

এই দুই বোন ঈশ্বরিয়া রামানাথন এবং তাঁর বোন সুস্মিতা রামানাথন দুজনেই ইউপিএসসির মতো কঠিন পরীক্ষায় দারুণ সফল হয়ে চমকে দিয়েছেন।‌ ২০২২ সালে ইউপিএসসি পরীক্ষায় বসে সুস্মিতা গোটা ভারতের মধ্যে ৫২৮ তম স্থান অর্জন করেন।আর দিদি সুস্মিতার সাফল্যে দারুণ অনুপ্রাণিত হয়েছিলেন বোন ঈশ্বরিয়া। আর তাই সিভিল সার্ভিসেস পরীক্ষায় বসেন ঈশ্বরিয়া রামানাথনও। বর্তমানে থুথুকুডি জেলায় অতিরিক্ত কালেক্টর হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ঈশ্বরিয়া।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now