আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

মহাদেবের মাথায় জল ঢালতে ঢালতেই লুটিয়ে পড়ে মৃত্যু ব্যক্তির! ভিডিও দেখে চোখে জন নেটিজেনদের

Published on: March 1, 2025

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে দূরত্বের বেড়া ডিঙিয়ে এখন বিভিন্ন জায়গার বিভিন্ন খবর আমরা চোখের নিমেষে দেখতে পাই। সেই সমস্ত ভাইরাল ভিডিওর মধ্যে কিছু কিছু ভিডিও আমাদের চোখে জল আনতে বাধ্য করে। মনকে ভারাক্রান্ত করে দেয়। বিভিন্ন ভাইরাল ভিডিওর জেরে আমরা অনেক সময়ই দেখেছি এক্ষুনি হাসতে থাকা, পারফর্ম করতে থাকা মানুষটা হঠাৎই মঞ্চে লুটিয়ে পড়ে মারা যাচ্ছেন।

কিছুদিন আগেই নিজের ভাইয়ের বিয়েতে মঞ্চে নাচতে নাচতে এক তরুণীর মৃত্যু নাড়িয়ে দিয়েছিল সবাইকে। ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আর যা দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না নেটিজেনরা‌। মহা শিবরাত্রির পুজো দিতে গিয়ে এক পৌঢ়র মৃত্যু দেখে মন ভারাক্রান্ত হয়েছে দেশবাসীর।

ঘটনা কী? ভাইরাল হ‌ওয়া ভিডিওতে দেখা গেছে, একটি শিবমন্দিরের গর্ভগৃহে পুজো চলছে। পুন্যার্থীরা বাবার মাথায় জল ঢালছেন।‌ কেউ প্রণাম করছেন ভক্তিভরে। সেখানেই এক পৌঢ় ব্যাক্তি ভক্তিভরে মহাদেবের মাথায় জল ঢালছিলেন, আর তখন‌ই মৃত্যু গ্রাস করল তাকে। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ওই ব্যক্তি।

মহাদেবের মাথায় জল ঢালা শেষ হতে না হতেই তিনি মন্দিরেই লুটিয়ে পড়েন। সবাই তাকে ধরে পাশে নিয়ে যান। এক জন সিপিআর দিতে থাকেন। দু’জন পায়েও মালিশ‌ও করেন। কিন্তু না কোনও লাভ হয়নি। বাঁচানো যায়নি তাকে। এরপর ওই ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন। এই সমগ্র ঘটনাটি ধরা পড়েছে গর্ভগৃহে থাকা সিসিটিভি ক্যামেরায়।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now