আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

হোলিতে হবে প্রবল ভিড়! সামাল দিতে চালানো হবে একাধিক হোলি স্পেশাল ট্রেন! দেখে নিন

Published on: March 6, 2025

এক মাসেরও বেশি দিন ধরে পালিত হয়েছে মহা কুম্ভ মেলা। মহাকুম্ভের সময় প্রবল ভিড়কে সামাল দিতে চালানো হয়েছিল কয়েক হাজার অতিরিক্ত ট্রেন। কিন্তু তা সত্ত্বেও এড়ানো যায়নি দুর্ঘটনাকে। আর এবার হোলির ভিড়কে সামাল দিতে নতুন করে প্রস্তুতি নিচ্ছে রেল‌।

কারণ এই হোলির সময় বাড়ি ফেরেন বহু মানুষ। স্টেশনে স্টেশনে ট্রেন ধরার জন্য থাকে অতিরিক্ত ভিড়। আর তাই উৎসবের মরসুমে যাত্রীদের ভিড় কমাতে তিন জোড়া হোলি স্পেশ‍্যাল ট্রেন চালাবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রেল।

উত্তর-পূর্ব সীমান্তে চালানো হবে এই স্পেশাল ট্রেনগুলি। কাটিহার, অমৃতসর, কাটিহার, কামাখ্যা, আনন্দ বিহার টার্মিনাল, কামাখ্যা, নারেঙ্গি গোরখপুর জং-এর মধ্যে চলাচল করবে এই বিশেষ ট্রেনগুলি। যাত্রীদের জন্য উভয়দিকে চারবার করে চলাচল করবে এই ট্রেনগুলি।

স্পেশাল ট্রেন নং. ০৫৭৩৪ কাটিহার- অমৃতসর ৬ই মার্চ থেকে ২৭ মার্চ, পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবারে রওনা দেবে। স্পেশাল ট্রেন নং. ০৫৭৩৩ অমৃতসর-কাটিহার ৮ই মার্চ থেকে ২৯ মার্চ, পর্যন্ত প্রত্যেক শনিবারে রওনা দেবে। স্পেশাল ট্রেন নং. ০২৫২৫ কামাখ্যা – আনন্দ বিহার টার্মিনাল ৭ই মার্চ থেকে ২৮শে মার্চ, পর্যন্ত প্রত্যেক শুক্রবারে রওনা দেবে। স্পেশাল ট্রেন নং. ০২৫২৬ আনন্দ বিহার টার্মিনাল – কামাখ্যা ৯ই মার্চ থেকে ৩০ মার্চ, পর্যন্ত প্রত্যেক রবিবারে রওনা দেবে।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now