আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

মেয়ের ভালোবাসা! বাবা বাবা করে কাতর আর্তি মেয়ের, মৃত্যুর চোখ রাঙানি উপেক্ষা করে ফিরলেন বাবা

Published on: March 6, 2025

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই এমন কিছু কিছু ঘটনার ভিডিও ভাইরাল হয় যা রীতিমতো মন ছুঁয়ে যায়। যে ঘটনাগুলি দেখলে বা জানলে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। আসলে সেই সমস্ত ঘটনার মধ্যে এতটাই গভীর অনুভূতি থাকে যা মন ছুঁয়ে যায় মানুষের।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এক বাবা মেয়ের ভিডিও। হাসপাতালের শয্যায় শুয়ে বাবা। পাশে বাবাকে জড়িয়ে ধরে আদর করছে ছোট্ট মেয়ে। বাবার চোখেও জল। দুহাতে মেয়েকে আদর করছেন। কোন‌ও এক অজানা শঙ্কায় মন দোলা চলে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি কোথাকার, কবেকার তা কিছুই জানা যায়নি। শুধু এই ভিডিওর মধ্যে থাকা আবেগ, অনুভূতি হৃদয় স্পর্শ করেছে সবার। বাবা-মেয়ের নিখাদ ভালোবাসার এক গভীর বার্তা রয়েছে এই ভিডিওতে।

https://x.com/Toxic__zfr/status/1896259512199479793

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বাবার শয্যার পাশে গিয়ে বাবা বাবা বলে কাতর স্বরে ডাকছে ওই শিশু। মেয়ের ডাক শুনে মৃত্যু ভয়কে তুচ্ছ করে সাড়া দেন বাবা। দুজন দুজনকে ভরিয়ে দেন ভালোবাসায়। বোঝাই যায় একে অপরের কতটা প্রিয় তারা। তাদের এই মুহূর্তে উপস্থিত ছিলেন আর‌ও অনেকেই এবং তাদের মধ্যেই কেউ এই ভিডিওটি ভাইরাল করেছেন।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now