আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

বাবা মাকে নিয়ে মহাকুম্ভে পুণ্যস্নান দেবলীনার, সোশ্যাল মিডিয়ায় কি লিখলেন অভিনেত্রী?

Published on: February 18, 2025

মহাকুম্ভের (Mahakhumbh) পুণ্যস্নানের প্রতি এখন মানুষের দুর্নিবার টান। ১৪৪ বছর পর এসেছে এই পূণ্য সুযোগ আর তার সম্পূর্ণ স্বাদ আস্বাদন করতে প্রস্তুত ভারতবাসী। চলতি বছরে ১৩ই জানুয়ারি শুরু হয়েছে মহাকুম্ভ মেলা শেষ হবে চলতি মাসের ২৬ শে ফেব্রুয়ারি মহা শিবরাত্রি দিন। ইতিমধ্যেই এই মেলাকে ঘিরে মানুষের উন্মাদনা, উচ্ছ্বাস এক অন্য মাত্রা পেয়েছে।

আম জনতার পাশাপাশি ভারতবর্ষের বহু তারকা মহাকুম্ভে গিয়ে পূণ্য স্নান করেছেন।‌ রেমো ডিসুজা, ভিকি কৌশল, বিজয় দেবেরোকোন্ডা, রুপালি গাঙ্গুলী, আম্বানি পরিবার বহু মানুষ স্নান করেছেন প্রয়াগরাজে। পিসি নেই বাংলার তারকারাও রচনা ব্যানার্জি, কনীনিকা ব্যানার্জি‌ একাধিক বাঙালি অভিনেত্রীয় স্নান করেছেন প্রয়াগে।

বলাই বাহুল্য, দেশের বিভিন্ন শ্রেণীর বিশিষ্ট ব্যক্তি থেকে সাধারণ মানুষ সকলেই পুণ্য অর্জনের এমন সুযোগ কেউই ছাড়তে নারাজ। আর এবার প্রয়াগে গিয়ে পূণ্য স্নান সারলেন মহানায়ক উত্তম কুমারের নাত-বৌ। নিজের কুম্ভে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar)। আর সেই পুণ্যস্নানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।

সোশ্যাল মাধ্যমে ভাইরাল হবার ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রী তাঁর মা এবং বাবার সঙ্গে ডুব দিয়েছেন কুম্ভে। দেবলীনার পরনে রয়েছে সবুজ রঙা কুর্তি। এই ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় নৃত্যশিল্পী লেখেন, “মহাকুম্ভ মেলা ২০২৫-এ যাওয়ার সুযোগ পেলাম। আবার ১৪৪ বছর পরে এমন সুযোগ আসবে।”

দেবলীনা নিজে ভীষণ রকম ভাবে আধ্যাত্মবাদে বিশ্বাসী। সেই কথাও তিনি নিজের পোস্টে উল্লেখ করেছেন, তিনি লিখেছেন, ‘আমি মন থেকে খুবই আধ্যাত্মিক মানুষ। কিন্তু শুধু আধ্যাত্মিকতাই নয়, আমি তার চেয়েও বড় অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলাম। কারণ এই জীবনে আর এই সুযোগ পাব না।’

দিনের দিন গিয়েই স্নান করে বাড়ি ফিরেছেন অভিনেত্রী।‌ সকালের বিমানে পৌঁছেছেন প্রয়াগরাজ। তড়িঘড়ি পূণ্য স্নান সেরে সন্ধে সাড়ে সাতটার মধ্যে বাড়ি ফিরেছেন। কারণ ছিল নতুন ছবির প্রচার।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now