বর্তমান সময়ে দাঁড়িয়ে কোন কিছুই আর চুপিচুপি হয় না। এখন আপনি যাই করবেন তার সবটাই নয় ভিডিও নয় ছবির মাধ্যমে আর ইন্টারনেটের কল্যাণে সবার হাতে হাতে পৌঁছে যাবে। এই যেমন ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে সম্প্রতি একটি ভিডিও মারাত্মক ভাবে ভাইরাল হয়। যেখানে দেখা যায় এক শিক্ষিকা নিজের ছাত্রের হাত থেকে সিঁদুর পরছেন। দুজনেই লজ্জা লজ্জা ভাব নিয়ে পাশাপাশি হাত ধরে দাঁড়িয়ে। বলাই বাহুল্য, এই ভিডিও ছড়িয়ে পড়তেই ছিছিকার পরে যায়। ওই শিক্ষকা শিক্ষা সমাজের কলঙ্ক বলে দাগানো হয়। তার বিরুদ্ধে জারি হয় তদন্ত।
এই ঘটনাস্থল ছিল পশ্চিমবঙ্গের ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম। সেখানেই প্রথমবর্ষের এক ছাত্রের সঙ্গে মালাবদল, সিঁদুরদান করতে দেখা যায় অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান পায়েল ব্যানার্জিকে। সেই ঘটনা হালকা অতীত হতে না হতেই আবার শিক্ষাক্ষেত্রে বেলাল্লাপনার এক ছবি সামনে এলো। যেখানে ক্লাসরুমে বিয়ারের বোতল খুলে ছাত্রের জন্মদিন পালন করা হল। সামনে দাঁড়িয়ে খোদ অধ্যাপিকা।
স্কুলে কলেজে ছাত্র বা শিক্ষক-শিক্ষিকাদের জন্মদিন পালন খুব একটা নতুন বিষয় না হলেও মদ্যপানের আসর বসানোটা নিশ্চয়ই নতুন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কেক কাটার পর কলেজের ক্লাসেই খোলা হল বিয়ারের বোতল। আর শিক্ষিকার উপস্থিতিতেই ছুটলো বিয়ারের ফোয়ারা। সেই ঘটনার দৃশ্যই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এবার স্থান পশ্চিমবঙ্গ নয়। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের হনুমানার একটি সরকারি কলেজে।
बीजेपी शासित मध्य प्रदेश में शिक्षा के मंदिर में जाम!
टेबल पर केक, हाथ में बीयर की बोतल – जन्मदिन का जश्न क्लासरूम में🥃
न कोई होटल, न रिजॉर्ट – शिक्षा के मंदिर में बनी पार्टी स्पॉट
मऊगंज जिले का मामला – शासकीय हनुमना महाविद्यालय का वीडियो वायरल pic.twitter.com/Am67T8YaMT
— Anahat🇮🇳 (@AnahatSagar) February 12, 2025
সমাজমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই প্রবল বিতর্ক শুরু হয়। আর যার জেরে এই ঘটনার ব্যবস্থা নিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। যদিও কবে এই ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, প্রতি দিনের মতোই পড়ুয়ারা যথারীতি ক্লাসে হাজির হয়েছিল। সে দিন সেখানে এক ছাত্রের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন শিক্ষিকা। কেক কাটার পরই এক ছাত্র বিয়ারের বোতল খুলে তা শ্যাম্পেনের মতো করে ঝাঁকিয়ে ফোয়ারা তৈরি করেন। এরপর শিক্ষিকা ছাত্রদের কেক খাওয়ানোর পরই ছাত্ররা বিয়ারের বোতল খুলে শ্যাম্পেনের মতো করে ওড়াতে থাকে। শুরু হয় চিৎকার চেঁচামেচি। ভাইরাল ভিডিও তে দেখা যায় উপস্থিত শিক্ষিকা এই ঘটনার কোনরকম বিরুদ্ধাচরণ করেননি।