আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

পরকীয়ার গুঞ্জন! ৩৭ বছরের দাম্পত্যে ইতি টানছেন গোবিন্দা-সুনীতা

Published on: February 25, 2025
গোবিন্দা সুনীতা

তারা বলিউডের অন্যতম পাওয়ারফুল কাপল।‌ তাদের সম্পর্ক, তাঁদের পারিবারিক সম্পর্ক নিয়েও কম চর্চা হয় না। তারা হলেন বলিউডের জনপ্রিয় জুটি। গোবিন্দ ও সুনীতা। বলিউডে ৯০ দশকের অন্যতম সুপারস্টার গোবিন্দ। তেমন কোন‌ও বলিউডি তারকার সঙ্গে তার নাম জড়ায়নি কোনদিন।

তিনি বিয়ে করেন সুনীতাকে। অত্যন্ত অল্প বয়সেই বিয়ে করেছিলেন তারা। বলা হয়, গোবিন্দার সাফল্যের পিছনে যার সবথেকে বড় অবদান তিনি হলেন সুনীতা। তবে এবার নাকি ভাঙতে বসেছে তাদের দীর্ঘ দাম্পত্য। দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য নাকি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।

গোবিন্দা যখন সুনীতাকে বিয়ে করেন তখন কাক পক্ষীও টের পায়নি। কারণ নায়ক বিবাহিত জানতে পারলে কমবে খ্যাতি। মহিলাদের উন্মাদনা কমে যাবে‌। তবে বিয়ের বছর তিনেকের মাথায় নিজেদের বিবাহিত জীবনের কথা সকলকে জানান গোবিন্দা। তারপর থেকে এতদিন সুখে সংসার তাদের। সমস্ত ঝড় ঝাপ্টা পেরিয়ে সুখী জীবন।

দুই সন্তানকে নিয়ে সুখী সংসার নায়কের। তবে এবার সেই সংসারেই বিষাদের সুর। এতদিন একসঙ্গে থাকার পর আলাদা হয়ে যাচ্ছেন গোবিন্দা-সুনীতা। এক সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছেন তিনি নিজের দুই সন্তানকে নিয়ে ফ্ল্যাটে থাকেন। আর উল্টো দিকের বাংলোয় একা থাকেন অভিনেতা। তবে কী আলাদা হয়েছেন তারা?

এই বিষয়ে খোলসা করে কেউ কিছু না বললেও জানা গেছে, এত বছরের সম্পর্কে শেষ হতে চলেছে গোবিন্দা-সুনীতার। এই বয়সে এসে নাকি এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছেন নায়ক! আর সেই কারণেই নাকি গোবিন্দ- সুনীতার বিয়ে ভাঙছে। যদিও এই বিষয়ে এখনও স্পষ্ট করে কেউ কিছু জানাননি।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now