আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

জয়েন্টে ৭৩১ র‍্যাঙ্ক, বোর্ডের পরীক্ষায় নব্বই শতাংশের ওপর নম্বর! আইআইটি বাবার নম্বর দেখলে চমকে যাবেন

Published on: March 8, 2025

চলতি বছরের মহাকুম্ভ ছিল ভীষণ রকমেরই ঘটনায় মোড়া। পদপিষ্ট হবার ঘটনা, মৃত্যু, অগ্নিসংযোগ, দুর্ঘটনা, এইসবের পাশাপাশি এই বছরের মহাকুম্ভে (Mahakumbh) মানুষের ভাইরাল হওয়ার সংখ্যাও নেহাত কম ছিল না।আইআইটি বাবা (IIT Baba) , মোনালিসা (Monalisa) কত ভাইরাল মুখ।

১৪৪ বছর পর আসা মহাকুম্ভের দৌলতে বদলে গেল কত মানুষের জীবন। কত কিছুই না দিয়ে গেল এই বছরের মহাকুম্ভ। আর এই মহাকুম্ভের শুরুর দিকে ভাইরাল হন আইআইটি বম্বের প্রাক্তনী তথা এরোস্পেস ইঞ্জিনিয়ার অভয় সিং। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে অবলীলায় তিনি নিজেকে এরোস্পেস ইঞ্জিনিয়ার বলে দাবি করেন।

এত ভালো একটি জায়গা থেকে পড়াশোনা করা একজন মানুষের ভবিষ্যৎ অবশ্যই অবশ্যই অনেক উজ্জ্বল হবে এমনটাই ভাবে তথাকথিত সমাজ। কিন্তু তিনি ভাবেননি। অর্থ যশ সাফল্যকে একপাশে সরিয়ে জীবনের পরমকে উপভোগ করার চেষ্টা করেছেন তিনি।‌ তাই তো বলেছেন সব জ্ঞান এই সন্ন্যাস জীবনেই ন্যস্ত রয়েছে।

তবে আজকালকার সমাজে পড়াশুনা এত ভালো একজন মানুষ সন্ন্যাস নিয়ে সন্ন্যাসী হয়েছেন দেখে বিগলিত হয়ে পড়ে নেটপাড়া। ইউটিউব, সোশ্যাল মিডিয়া সেনসেশনদের ভিড় জমা হতে শুরু করে তার কাছে। যদিও মহাকুম্ভ চলাকালীন হঠাৎ করেই বেপাত্তা হয়ে যান তিনি। এরপর তার সাক্ষাৎ মেলে ভারত-পাক ম্যাচের ভবিষ্যৎ বাণী করার সময়। বেফাঁস মন্তব্য করে বলেন পাকিস্তান জিতবে ভারত হারবে।

এরপর বারবার বিভিন্ন সময় অপমানিত হয়েছেন তিনি। কখন‌ও তাকে ডেকে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ উঠেছে। কখনো গাঁজা সঙ্গে রাখার অপরাধে পুলিশ ধরেছে। কিন্তু এহেন ব্যক্তির রিপোর্ট কার্ড যদি কখনও দেখেন তাহলে ভিড়মি খাবেন আপনিও। দশম শ্রেণীতে তিনি পেয়েছিলেন ৯৩ শতাংশ নম্বর।‌ দ্বাদশ শ্রেণীতে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৯২.৪ শতাংশ। ২০০৮ সালে IIT-JEE পরীক্ষা দেন বর্তমান আইআইটি বাবা অভয় সিং। গোটা দেশের মধ্যে তিনি র‍্যাঙ্ক করেন ৭৩১। নিঃসন্দেহে অত্যন্ত ভালো ছাত্র ছিলেন অভয় সিং।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now