আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

আর‌ও মজবুত হলো সম্পর্ক! আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী সাক্ষাৎ করলেন ‘বন্ধু’ মোদির সঙ্গে!

Published on: February 13, 2025

ভারত-আমেরিকার সম্পর্ক কথা বিশ্ব জানে।‌ কখন‌ও বন্ধুত্ব কখন‌ও বা মনকষাকষি চলতে থাকে এই দুই দেশের মধ্যে। জো বাইডনকে হারিয়ে আমেরিকার মসনদে ফের ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। আর ফিরতে না ফিরতেই একের পর এক বড়সড়ো পদক্ষেপ নিয়েছেন তিনি। সম্প্রতি আমেরিকার সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানে গিয়েই তার সাক্ষাৎ হলো পুরোনো বন্ধুর সঙ্গে।

কে সেই বন্ধু? তিনি হলেন, আমেরিকার জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান তুলসী গাবার্ড। যিনি রাজনৈতিক মহলে পরিচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধু হিসেবেই। ক্ষমতায় ফিরে এসে তুলসীকে আমেরিকার গোয়েন্দা প্রধান হিসেবে নিযুক্ত করেছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এবার আমেরিকা সফরে গিয়ে তুলসীর সঙ্গে সাক্ষাৎ করলেন মোদি।

তুলসী আমারিকা ডেমোক্র্যাট দলের‌ই সদস্য ছিলেন। জো বাইডেনের সঙ্গে ২০২০ সালে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়েও নামেন তিনি।‌ কিন্তু হেরে যান। এরপর ডেমোক্র্যাটদের বিরুদ্ধেই বর্ণবিদ্বেষী মনোভাবের অভিযোগ তোলেন তিনি। এর আগেও বিভিন্ন ক্ষেত্রে বড়সড় গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তুলসী। আর তার এই সাহসী মনোভাবই পছন্দ হয়েছিল ট্রাম্পের।

উল্লেখ্য, বৃহস্পতিবার আমেরিকার মাটিতে পা রাখেন ভারতের প্রধানমন্ত্রী। এরপর ব্লেয়ার হাউসে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করে তিনি সাক্ষাৎ করেন তুলসীর সঙ্গে। আমেরিকায় নতুন পদ ও নতুন দায়িত্বের জন্য তাকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের সঙ্গে দেখা হল। এই গুরুত্বপূর্ণ পদের জন্য তাঁকে অনেক অভিনন্দন। ‌ আমরা আলোচনায় বসেছিলাম। ‌ভারত-আমেরিকার মজবুত বন্ধুত্ব নিয়ে কথা হয়েছে আমাদের মধ্যে। এবং আগামী দিনের সেই বন্ধুত্ব যাতে আর‌ও গভীর হয় সেই বিষয়েও কথা হয়েছে।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now