ফের নিজেদের সবথেকে পুরনো সস্তার প্ল্যান নিয়ে হাজির জিও! ২০০ টাকার কমে মিলবে ২ জিবি ডেটা

By Bongnews24x7

Published On:

Follow Us

এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড় টেলিকম সংস্থার নাম জিও। মুকেশ আম্বানি’র টেলিকম সংস্থার জিও’র সামনে দাঁড়াতে পারে না এই মুহূর্তে দেশের অন্য কোনও টেলিকম সংস্থাই। নিত্যদিন বিভিন্ন অফারের মাধ্যমে অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে কড়া প্রতিযোগিতার মুখে ফেলে জিও।‌ তবে হাইকোর্টের নির্দেশের পর সম্প্রতি নিজেদের ডেটা প্ল্যানে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসে জিও।

যেখানে পুরনো ডেটা প্ল্যান গুলো এখন আর নেই। আর এবার ফের নতুন অফারের ডালি নিয়ে হাজির জিও। মুকেশ আম্বানির টেলিকম সংস্থা প্রথম ভারতের বাজারে 4G পরিষেবা বৈপ্লবিক পরিবর্তন আনে। তবে পরবর্তীকালে অন্যান্য টেলিকম সংস্থাগুলি 4G পরিষেবা দেওয়া শুরু করলে বাড়তে থাকে প্রতিদ্বন্দ্বিতা। বেড়ে যায় দাম। তবে এবার ফের নিজেদের সবথেকে পুরনো সস্তার প্ল্যান নিয়ে হাজির হয়েছে জিও।

বলাই বাহুল্য, গ্রাহকদের জন্য নিত্যদিন নিত্য নতুন বিভিন্ন রকমের অফার নিয়ে আসে জিও। এমন সুযোগ তারা দিয়ে থাকে যা অন্যান্য টেলিকম সংস্থাগুলির পক্ষে দেওয়া সম্ভব হয়ে ওঠেনা। ‌ আর তাই প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে থাকে।

তবে এবার জিও ফিরিয়ে নিয়ে এসেছে নিজেদের সবথেকে সাশ্রয়ী ডেটা প্যাক! এই মাসিক চিচার্জ প্ল্যানটি পাওয়া যায় শুধুমাত্র MyJio অ্যাপেই। আগেই বলা হয়েছে যে এই প্ল্যানটির দাম ১৮৯ টাকা। উল্লেখ্য এই ডেটা প্যাকে থাকছে ২৮ দিনের ভ্যালিডিটি, ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, ৩০০ এসএমএস যেমন পাওয়া যাবে, তেমনই মিলবে JioTV, JioCinema এবং JioCloud-এর সাবস্ক্রিপশনও।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now