পরবর্তী কুম্ভের মেলা কবে? কোন রাজ্যে আয়োজিত হতে চলেছে? জেনে নিন দিনক্ষণ

By Bongnews24x7

Published On:

Follow Us

সদ্য সমাপ্ত হয়েছে ২০২৫ সালের কুম্ভের মেলা। এই বছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (Prayagraj ) আয়োজিত হয়েছিল এই মেলা। জানুয়ারির ১৩ থেকে শুরু হয়ে ফেব্রুয়ারির ২৬শে অর্থাৎ মহা শিবরাত্রির দিন শেষ হয়েছে মহাকুম্ভ মেলা (Mahakumbh Mela)। এই বছর কুম্ভ মেলায় ছিল বিশেষ যোগ। যা ১৪৪ বছর পর এসেছে। আর সেই কারণেই এই মেলায় যাওয়ার তাগিদ এবং আকুতি ছিল অনেক বেশি।

উল্লেখ্য, চলতি বছর উত্তর প্রদেশের প্রয়াগরাজে প্রায় ৬০ কোটি মানুষের সমাগম হয়েছিল। ভিড় আছড়ে পড়েছিল প্রয়াগরাজে। একইসঙ্গে চলতি বছরের মহাকুম্ভ ছিল অত্যন্ত ঘটনাবহুল। দুর্ঘটনা, মৃত্যু মেলার শুরু থেকে শেষ পর্যন্ত লেগেছিল। একটা কুম্ভের মেলা শেষ হতে না হতেই এবার ফের আরও একটি কুম্ভ মেলার আয়োজন শুরু হয়ে গেল।

২০২৫ সালের কুম্ভ মেলা শেষের পর এবার ২০২৭ সালে আয়োজিত হতে চলেছে কুম্ভ। অর্থাৎ ঠিক একটি বছর পর। এবারের কুম্ভ মেলার স্থান মহারাষ্ট্রের নাসিক। আসলে ভারতের চার জায়গায় মহাকুম্ভের মেলায় আয়োজিত হয়। প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। প্রতিটি শহরে এই মেলা আয়োজনের নির্দিষ্ট হিসেব রয়েছে।‌ আর সেই হিসেবে অনুযায়ী ২০২৭ সালে নাসিকে আয়োজিত হতে চলেছে এই মেলা।

উল্লেখ্য নাসিক এবং উজ্জয়িনীতে প্রতি ১২ বছর অন্তর আয়োজিত হয় মহাকুম্ভের মেলা। এই মেলা পূর্ণ কুম্ভের মেলা নামে পরিচিত। ২০১৫ সালে শেষবারের মতো পূর্ণ কুম্ভের মেলা হয়েছিল নাসিকে আর ২০১৬ সালে উজ্জয়িনীতে। আর সেই মেলার ১২ বছর অর্থাৎ ২০২৭ সালের ফের একবার আয়োজিত হতে চলেছে এই মেলা। এবার নাসিকে। আর তা ঠিক এক বছর পরেই ২০১৮ সালে এই মেলা আয়োজিত হতে চলেছে উজ্জয়িনীতে।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now