1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

জৈষ্ঠ্য মাসের মঙ্গলবারে ভুলেও করবেন না এই কাজগুলি! হতে পারে অমঙ্গল

প্রিয়াঙ্কা রায়

প্রকাশিত: মে ২৪, ২০২২, ০৫:২৬ পিএম

জৈষ্ঠ্য মাসের মঙ্গলবারে ভুলেও করবেন না এই কাজগুলি! হতে পারে অমঙ্গল
জৈষ্ঠ্য মাসের মঙ্গলবারে ভুলেও করবেন না এই কাজগুলি! হতে পারে অমঙ্গল

হিন্দু ধর্মে জৈষ্ঠ্য মাসের মঙ্গলবার বড় মঙ্গলবার বা জয় মঙ্গলবার হিসেবে পরিচিত। হিন্দু বিবাহিত মহিলারা এবং অনেক কুমারী মহিলারাও জৈষ্ঠ্য মাসের জয় মঙ্গলবার পালন করে থাকে। এদিন মঙ্গলচন্ডি মায়ের পুজো করেন সকলে। এছাড়া মঙ্গলবার হনুমান এর পুজোও করে থাকেন অনেকে।

এদিন হনুমানজির পুজো করলে পরিবারের সকল সংকট দূর হবে - এমন একটি বিশ্বাস রয়েছে। তবে জৈষ্ঠ্য মাসের মঙ্গলবারে কিছু কাজ করবেন , সেগুলি এড়িয়ে চলুন। নাহলে হতে পারে অমঙ্গল। চলুন তবে জেনে  নেওয়া যাক কোন কাজগুলি এড়িয়ে চলবেন দেখে নিন- 

১) হনুমানজির আশীর্বাদ পেতে নিজের রাগ নিয়ন্ত্রণ করুন। ভুলেও এদিন কাউকে রাগ দেখাবেন না। 

২) জৈষ্ঠ্য মাসের জয় মঙ্গলবারে ভুলেও কাউকে টাকা ধার দেবেন না। এতে যিনি টাকা ধার দেবেন ওনার আর্থিক সমস্যা দেখা দিতে পারে। এমনকি যে টাকা ধার দেবেন টা সহরে ফিরে পাবেন না। তাও জৈষ্ঠ্য মাসের মঙ্গলবারে এই কাজটি এড়িয়ে চলুন। 

৩) এছাড়া জৈষ্ঠ্য মাসের জয় মঙ্গলবারে শুক্র ও শনি গ্রহ এর সাথে বিশেষ কিছু রঙের সম্পর্ক থাকে।  যেমন শুক্র গ্রহের সঙ্গে  এবং শনি গ্রহের সঙ্গে কালো। আর তাই জয় মঙ্গলবার এই দুই রঙের পোশাক পরবেন না। 

৪) এদিন ভুলেও মাংস, ডিম এমনকি মদ মুখে তুলবেন না। নাহলে হনুমানজির ক্রোধের শিকার হতে পারেন। তাই এসব খাবার এড়িয়ে চলুন।

আরও পড়ুন