1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

গরমে ফল- সবজি নষ্ট হয়ে যাচ্ছে? বানিয়ে ফেলুন ফেস প্যাক, রইল পদ্ধতি

সৌভিক বেজ

প্রকাশিত: জুন ৮, ২০২২, ১০:৪০ এএম

গরমে ফল- সবজি নষ্ট হয়ে যাচ্ছে? বানিয়ে ফেলুন ফেস প্যাক, রইল পদ্ধতি
গরমে ফল- সবজি নষ্ট হয়ে যাচ্ছে? বানিয়ে ফেলুন ফে প্যাক, রইল পদ্ধতি

শশা ও আলুর খোসার ফেস প্যাক: প্রথমে আলু ও শসার খোসা ছাড়িয়ে তা মিক্সারে পেস্ট করে নিন। এবার তার সাথে পরিমাণমতো মধু এবং বেসন মিশিয়ে নিন। ব্যাস সহজ ঘরোয়া পদ্ধতিতে হারবাল ফেস প্যাক তৈরি। এবার এটি আপনি স্ক্রাব হিসেবেও ব্যাবহার করতে পারেন।

টক দই এর ফেস প্যাক: টক দই গরমে সকলের জন্যই খুব উপকারী। এটি গরমে পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। তবে দই যদি নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে তার সাথে এক চামচ লেবুর রস ও মধু মিশিয়ে নিন। তৈরি হয়ে যাবে উপকারী ফেস প্যাক। এর সাথে অল্প পরিমাণ হলুদ মিশিয়ে গলায় এবং মুখে ব্যাবহার করতে পারেন।

লেবুর মিশ্রণ: লেবু যদি নষ্ট হয়ে যায় তো যে অংশটি ভালো থাকবে সেটির রস বের করে সাথে চিনি এবং মধু মিশিয়ে নিন। তবে এটি মুখে ব্যাবহার করবেন না। সারা গায়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন।

কলার স্ক্রাব: কলা যদি খুব বেশি পেকে যায় তা আর খেতে না চাইলে এটিও স্ক্রাব হিসেবে ব্যাবহার করা যেতে পারে। এর সাথে অল্প একটু কফি মিশিয়ে নিয়ে স্ক্রাব এর মত ব্যাবহার করুন। 

আরও পড়ুন