1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

জ্বর-সর্দির সমস্যায় ভুগছেন? চটজলদি উপশম পেতে খাদ্য তালিকায় রাখুন এগুলি

প্রিয়াঙ্কা রায়

প্রকাশিত: মে ১৩, ২০২২, ০৪:৪৪ পিএম

জ্বর-সর্দির সমস্যায় ভুগছেন? চটজলদি উপশম পেতে খাদ্য তালিকায় রাখুন এগুলি
জ্বর-সর্দির সমস্যায় ভুগছেন? চটজলদি উপশম পেতে খাদ্য তালিকায় রাখুন এগুলি

তীব্র গরমের পর বেশকদিন ধরেই শুরু হয়েছে বৃষ্টি। আর বৃষ্টির কারণে অনেকেরই জ্বর - সর্দি এর সমস্যা দেখা দিচ্ছে। আর এই সমস্যা থেকে রেহাই পেতে সাহায্য পেতে পারেন ঘরোয়া উপাদানে। চলুন তবে একনজরে দেখে নেওয়া যাক-

১) তুলসী - তুলসী আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। তাই সর্দি কিংবা জ্বর হলে ১ লিটার জলে ১৫ - ২০ টি তুলসী পাতা ও ১ চা চামচ লবঙ্গ গুঁড়ো দিয়ে ফোটাতে দিন। জল অর্ধেক হয়ে এলে নামিয়ে নিন। এবার এই জল ১ ঘণ্টা অন্তর পান করুন। 

২) আদা - রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে আরও একটি উপাদান হল আদা। এটিও সর্দি ও জ্বর থেকে উপশম দিতে সাহায্য করে। 

৩) হলুদ - রোগ প্রতিরোধ করতে হলুদও বেশ উপকারী। এক্ষেত্রে ১ কাপ জলে ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ গোলমরিচ গুঁড়ো, ১ চামচ শুকনো আদা গুঁড়ো ভালো করে মিশিয়ে ফুটতে দিন। জল ফুটে হাফ কাপ জলে নামিয়ে নিন। ঠাণ্ডা হলে পান করুন। 

৪) ধনে - ভাইরাল জ্বর দূর করতে এটি খুবই উপকারী। জ্বর দূর করতে সকাল - সন্ধ্যা ধনে চা পান করুন। ১ কাপ জলে ১ চামচ ধনে দিয়ে ফোটান। জল অর্ধেক হলে নামিয়ে নিন। এটি পান করুন নিমেষে দূর হবে ভাইরাল জ্বর।

আরও পড়ুন