1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

আপনার বাড়িতে কি টিকটিকির উপদ্রব বেড়েছে? কিভাবে দূর করবেন? জানুন এই সহজ উপায়

প্রিয়াঙ্কা রায়

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২২, ০৭:২৯ পিএম

আপনার বাড়িতে কি টিকটিকির উপদ্রব বেড়েছে? কিভাবে দূর করবেন? জানুন এই সহজ উপায়
আপনার বাড়িতে কি টিকটিকির উপদ্রব বেড়েছে? কিভাবে দূর করবেন? জানুন এই সহজ উপায়

টিকটিকি থেকে ছড়াতে পারে জীবাণু। এমন কি রোগও বাসা বাঁধতে পারে। তাই আর দেরি নয়, বাড়িতে টিকটিকির উপদ্রব কিভাবে কমাবেন তার সহজ কটি উপায় সম্পর্কে জেনে নিন-

১) একটি বোতলের জলে লঙ্কা গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে রাখুন। বাড়ির যেখানে যেখানে টিকটিকির উপদ্রব বেশি সেখানে সেখানে ওই জল স্প্রে করুন। টিকটিকি উপদ্রব কমবে। 

২) এছাড়া আরো একটি উপায় রয়েছে, বাড়ির কোনায় কোনায় পিয়াজের টুকরো, রসুনের টুকরো রেখে দিতে পারেন। টিকটিকি পিয়াজ ও রসুনের উগ্র গন্ধ একেবারেই সহ্য করতে পারেনা। তাই বাড়ির কোনায় কোনায় এই টুকরোগুলি রাখলে টিকটিকি দূর হবে। 

৩) কিংবা বাড়ির কোনায় কোনায় ন্যাপথলিন গুঁড়ো করে ছড়িয়ে রাখতে পারেন। ন্যাপথলিন এরও উগ্র গন্ধ টিকটিকি সহ্য করতে পারে না। ন্যাপথলিন গুঁড়ো ছড়িয়ে রাখলেও টিকটিকির উপদ্রব কমবে। 

উপরিউক্ত উপায়গুলি প্রয়োগ করে বাড়ি থেকে দূর করতে পারেন টিকটিকি। এতে বাড়িতে টিকটিকি বাহিত জীবাণু কম ছড়াবে। এবং রোগও বাসা বাঁধতে পারবে না।

আরও পড়ুন