1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

সানস্ক্রিন ব্যবহার করেও সানট্যান ও ডার্কস্পট দেখা দিচ্ছে? জানুন এর কারণ

সৌভিক বেজ

প্রকাশিত: জুলাই ৫, ২০২২, ০৫:৪২ পিএম

সানস্ক্রিন ব্যবহার করেও সানট্যান ও ডার্কস্পট দেখা দিচ্ছে? জানুন এর কারণ
সানস্ক্রিন ব্যবহার করেও সানট্যান ও ডার্কস্পট দেখা দিচ্ছে? জানুন এর কারণ

যে কোনো প্রোডাক্ট-ই নির্দিষ্ট পরিমাণে অ্যাপ্লাই করতে হয়। কম পরিমাণে ইউজ করলে যেমন বেনিফিট পাওয়া যায় না, ঠিক তেমনই খুব বেশি পরিমাণে ইউজ করলেও তা কোনো উপকারে লাগে না। সানস্ক্রিনের বেনিফিট ১০০% পেতে চাইলে সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে। পুরো মুখে লাগানোর জন্য হাফ আঙ্গুল সানস্ক্রিন নিলেই এনাফ, এটা ফুল ফেইস কভার করবে। দুই হাতের তালুতে সানস্ক্রিন নিয়ে ঘষে ব্যাবহার করা যাবে না। অল্প করে গালে লাগিয়ে ব্যাবহার করুন।

সানস্ক্রিন লাগানোর পর অনেক সময় ফেইস গ্রিজি হয়ে যায়, সেই ভয়ে অনেকে খুব অল্প পরিমাণে সানস্ক্রিন ব্যবহার করেন। এতে কিন্তু ফুল প্রোটেকশন পাওয়া যায় না। সেক্ষেত্রে বেছে নিতে পারেন অয়েল ফ্রি, ম্যাট ফিনিশ দেয় এমন সানস্ক্রিন। অয়েল ফ্রি সানস্ক্রিন স্কিনে কোনো রকম গ্রিজিনেস না দিয়েই ফুল প্রোটেকশন দেয়। তাই কেনার আগে তা বাছাই করে কিনুন।

আবার ইউজ করেও বেনিফিট না পাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে সানস্ক্রিন টাইমলি রিঅ্যাপ্লাই না করা। সানস্ক্রিন ব্যবহার করার প্রতি ২-৩ ঘন্টা পরপর রিঅ্যাপ্লাই করতে হবে। অনেকেই সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করার পদ্ধতি জানেন না। সেক্ষেত্রে মেকআপ করে থাকলে তা ওয়াইপস দিয়ে মুছে নিয়ে অথবা নরমাল জল দিয়ে ধুয়ে তারপর হালকা করে মুছে এর উপর রিঅ্যাপ্লাই করতে পারেন। 

আরও পড়ুন