1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

পারফিউমেও যাচ্ছে না ঘামের দুর্গন্ধ? জানুন পারফিউম ব্যবহারের সঠিক নিয়ম

প্রিয়াঙ্কা রায়

প্রকাশিত: মে ২১, ২০২২, ০৬:৪৮ পিএম

পারফিউমেও যাচ্ছে না ঘামের দুর্গন্ধ? জানুন পারফিউম ব্যবহারের সঠিক নিয়ম
পারফিউমেও যাচ্ছে না ঘামের দুর্গন্ধ? জানুন পারফিউম ব্যবহারের সঠিক নিয়ম

একেই তো গরম কাল, এসময় ঘামের দুর্গন্ধ একটু বেশি হয়ে থাকে। শেষের দিনে আমরা বেশি ঘেমে থাকি। তবে দুর্গন্ধ দূর করার জন্য আমরা পারফিউম ব্যবহার করে থাকি প্রায় সকলেই। তবে পারফিউম আমাদের শরীরে কিছুক্ষণ থাকার পর পারফিউমের গন্ধ শরীর থেকে চলে যায়। আর আবারও ঘামের দুর্গন্ধ ছড়ায়। 

তাই ঘামের দুর্গন্ধ দূর করতে আরফিন লাগানো কিছু কৌশল রয়েছে। ঐ কৌশলে পারফিউম ব্যবহার করলে ঘামের দুর্গন্ধ দীর্ঘক্ষন পারফিউমের গন্ধে চাপা পড়ে যাবে। তবে কোন নিয়মে পারফিউম ব্যবহার করতে হবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক-

১) পারফিউম শুষ্ক ত্বকে ব্যবহার করলে তা দ্রুত চলে যায়। তাই নিজের শরীরে পারফিউমের সুগন্ধ ধরে রাখতে ত্বক আগে ময়শ্চারাইজ করুন তারপর পারফিউম লাগান। এতে পারফিউম দীর্ঘক্ষন আপনার শরীরের স্টে করবে। 

২) চুলে সামান্য পারফিউম স্প্রে করতে পারেন, এতে পারফিউমের সুগন্ধ দীর্ঘস্থায়ী হবে। তবে পারফিউমে উপস্থিত অ্যালকোহল চুলকে শুষ্ক করে তুলতে পারে। তাই চুলে পারফিউম স্প্রে করতে চাইলে অতিসামান্য স্প্রে করুন। 

৩) এছাড়া রক্তনালীগুলি যেখানে যেখানে ত্বকের সবথেকে কাছে রয়েছে যেমন - পালস পয়েন্ট, ঘাড়, কনুই, কব্জি, হাঁটু ইত্যাদি জায়গায় পারফিউম ব্যবহার করুন, তাহলে পারফিউমের সুগন্ধ দীর্ঘস্থায়ী হবে।

আরও পড়ুন