1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

আপনার নখে কি এই ধরণের দাগ আছে? তাহলে এখন থেকেই সাবধান হোন

সৌভিক বেজ

প্রকাশিত: জুন ১১, ২০২২, ১১:১৭ এএম

আপনার নখে কি এই ধরণের দাগ আছে? তাহলে এখন থেকেই সাবধান হোন
আপনার নখে কি এই ধরণের দাগ আছে? তাহলে এখন থেকেই সাবধান হোন

নখ সাধারণত পুরোটাই একই রঙের হয়ে থাকে। কিন্তু তার মাঝে অন্য রং চোখে পড়লেই ধরা যেতে পারে হয়তো কিছু অসঙ্গতি থাকার কারণেই সেটি হয়েছে। আর আপনি যদি নখে অন্যরকম কিছু দাগ দেখেন তাহলে অবশ্যই সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। জানুন সেই সমস্যা সম্পর্কে। এই দাগ ডাক্তারি ভাষায় নাম লিউকনিশিয়া। 

কেন হয় এই লিউকনিশিয়া? কি হতে পারে এর ফলে? 

আসলে এটি হলে নখ সাদা হয়ে যায়। শুরুতেই নখে সাদা সাদা দাগ দেখা যায়। অনেকক্ষেত্রে দেখা যায় এই দাগ বিন্দুর আকারে আসে। আবার অনেক সময় তা বড় বড় দাগের আকারে দেখা যায়। 

কি কারণে হয় এটি জানেন? আসলে এটা এক ধরনের অ্যালার্জির ফল। যা নেলপলিশ বা পোলিশ রিমুভার থেকে ঘটতে পারে। বা নেল ফাঙ্গাসের কারণেও এরকম হতে পারে। শুধু তাই নয় অনেক সময়ে আবার হেরিডেটারি কারণেও এটা দেখা দিতে পারে। তবে খুব বেশি চিন্তার কারণ নেই। যদি খুব বেশি এই সমস্যাটি দেখা যায় তবে চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন