1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

ফেসবুকের প্রোফাইল ছবি চুরির হাত থেকে কীভাবে বাঁচবেন? উপায় জানাল কলকাতা পুলিশ

চৈত্রী আদক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২২, ০৭:৫৩ এএম

ফেসবুকের প্রোফাইল ছবি চুরির হাত থেকে কীভাবে বাঁচবেন? উপায় জানাল কলকাতা পুলিশ
ফেসবুকের প্রোফাইল ছবি চুরির হাত থেকে কীভাবে বাঁচবেন? উপায় জানাল কলকাতা পুলিশ

বংনিউজ২৪×৭ ডিজিটাল ডেস্কঃ ফেসবুকের জনপ্রিয়তা যে কোনও সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার থেকে বহু গুণে বেশি। তাই ফেসবুকের দিকে সবথেকে বেশি নজর থাকে হ্যাকার এবং সাইবার দুষ্কৃতীদের। কারণ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ফেসবুকে সবথেকে বেশি ব্যক্তিগত তথ্য দিয়ে থাকে। আর সেই তথ্যগুলিকে কাজে লাগিয়েই ক্রমাগত ক্রাইম করার চেষ্টা চালিয়ে যায় হ্যাকাররা।

নানান ধরনের ক্রাইম হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে একটি হচ্ছে প্রোফাইল ফটো চুরি করা। প্রোফাইলের এই ছবি চুরি করে তা দিয়ে হ্যাকাররা তৈরি করে ফেক অ্যাকাউন্ট। এই ছবি চুরি আটকাতে কয়েক বছর আগেই ফেসবুকে বিশেষ ফিচার সংযোজিত হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে সেই বিশেষ ফিচারের উপর ভিত্তি করেই একটি মিম পোস্ট করেছে কলকাতা পুলিশ।

জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েতের এক দৃশ্য থেকে একটি স্ক্রিনশট নিয়েই মিমটি তৈরি করেছে কলকাতা পুলিশ। সেখানে দেখা গিয়েছে, সিরিজের এক চরিত্র প্রধানজির মেয়ে রিঙ্কি অভিষেক ত্রিপাঠির কাছে অভিযোগ জানাচ্ছে, “আমার ছবি দিয়ে কে যেন ফেসবুক প্রোফাইল খুলেছে!” এই শুনে সচিবজির উত্তর, “বলিনি? প্রোফাইল পাবলিক না করতে?”

ইতিমধ্যেই পোস্টটি ব্যাপক ভাইরাল হয়েছে। লাইক পড়েছে এক হাজারেরও বেশি। মূলত সাইবার প্রতারকদের হাত থেকে ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখতে জনসাধারণের মধ্যে সচেতনতার প্রচারেই এই মিম তৈরি করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। তবে কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখতে পারবেন তা এক নজরে দেখে নিন।

জেনে নিন স্মার্টফোন থেকে ফেসবুক প্রোফাইল লক করার পদ্ধতি।

• প্রথমে ফেসবুক অ্যাপটি খুলে Profile অপশনে যান।
• এরপর ডানদিকে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করুন।
• এরপরই Lock Profile অপশন দেখা যাবে। এই অপশনে ক্লিক করলেই প্রোফাইল লকের পেজ খুলে যাবে।
• Lock your Profile অপশনে ক্লিক করলেই আপনার প্রোফাইল লক হয়ে যাবে।

ডেক্সটপ ব্রাউজার থেকে কীভাবে প্রোফাইল লক করবেন তা জেনে নিন।

• ডেক্সটপ ব্রাউজার থেকে Facebook.com-এর যান।
• লগইন করুন।
• এরপর Profile অপশনে যান।
• এখানেও থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করুন।
• এরপর Lock Profile অপশন সিলেক্ট করুন।
• এরপর প্রোফাইল লক করার কথা জানিয়ে স্ক্রিনে একটি পপ আপ মেসেজ দেখা যাবে।
• সেখানে স্ক্রিনের নীচে Lock your Profile অপশন সিলেক্ট করলে প্রোফাইল লক হয়ে যাবে।

আরও পড়ুন