1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

ভারতে মোবাইল নাম্বারের আগে +91 কেন বসানো হয় জানেন? জানুন এটি আসলে কিসের কোড

সৌভিক বেজ

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ১১:৪৬ পিএম

ভারতে মোবাইল নাম্বারের আগে +91 কেন বসানো হয় জানেন? জানুন এটি আসলে কিসের কোড
ভারতে মোবাইল নাম্বারের আগে +91 কেন বসানো হয় জানেন? জানুন এটি আসলে কিসের কোড

ITU অর্থাৎ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন একটি বিশেষ সংস্থা। ১৮৬৫ সালের ১৭ই মে এই সংস্থা, ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ ইউনিয়ন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংস্থারই একটি কাজ হল বিভিন্ন দেশকে নির্দিষ্ট কোড দেওয়া। বিশ্বের মোট ১৯৩টি দেশ এই ইউনিয়নের অংশ, আর এই আইটিইউ সংস্থাটিই ভারতকে +৯১ কোড দিয়েছে।

কান্ট্রি কলিং কোড বা দেশের ডায়াল-ইন কোডগুলি কোনো টেলিফোন নম্বরের পূর্বে মানে প্রেফিক্স (prefix) হিসেবে ব্যবহৃত হয়। এর সাহায্যে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের মেম্বার বা নির্দিষ্ট দেশের টেলিফোন গ্রাহকদের সংযোগ সাধিত হয়। যেমন, ভারতের জন্য এই কোড হল +৯১, অন্যদিকে পাকিস্তানের ডায়াল কোড হল +৯২ (+92)। এই কোডগুলিকেই ইন্টারন্যাশনাল ডাইরেক্ট ডায়ালিং বা ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইবার ডায়ালিংও বলা হয়।

আর এই কোডগুলো কোন দেশ কোনটা পাবে, তা নির্ধারিত হয় তাদের জোন এবং জোনে তাদের সংখ্যার ভিত্তিতে। ভারতসহ মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশ নবম (৯ নম্বর) জোনের অংশ। তাই ফোন নম্বরে প্লাসের পর এগুলিতে ৯ সংখ্যাটি থাকে। তবে আইটিইউ ভারতের জন্য ১ কোড বরাদ্দ করেছে, তাই ভারতের কান্ট্রি কলিং কোড হয়েছে +৯১। এক্ষেত্রে +৯০ (+90) হল তুরস্কের কোড, আবার আফগানিস্তান ও শ্রীলঙ্কার কোড যথাক্রমে +৯৩ (+93) এবং +৯৪ (+94)। 

আরও পড়ুন