1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

Whatsapp এ ভুল মেসেজ লিখে ফেলেছেন? নতুন এই ফিচারের সাহায্যে সহজেই edit করতে পারবেন

সৌভিক বেজ

প্রকাশিত: জুন ১, ২০২২, ১১:৩৫ পিএম

Whatsapp এ ভুল মেসেজ লিখে ফেলেছেন? নতুন এই ফিচারের সাহায্যে সহজেই edit করতে পারবেন
Whatsapp এ ভুল মেসেজ লিখে ফেলেছেন? নতুন এই ফিচারের সাহায্যে সহজেই edit করতে পারবেন

মেসেজিং এর ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় একটি app হলো whatsapp। ব্যাবহারকারীদের সুবিধার্থে এটি কিছুদিন ছাড়াই নতুন নানান আপডেট নিয়ে হাজির হয়। মেটা সংস্থার অধীনে থাকা এই app এর নতুন ফিচারটি সম্পর্কে জানা গিয়েছে WABetainfo থেকে। সেখানে  একটি ব্লগ পোস্ট করা হয়েছে। বলা হয়েছে যে, আমরা জানি বর্তমানে Whatsapp-এ কোনও মেসেজ পাঠানো হলে তা এখন আর এডিট করা সম্ভব নয়। কিন্তু এই আপডেট এর পর থেকে যে কোনও পাঠানো মেসেজ খুব সহজেই এডিট করা সম্ভব।

কোনও মেসেজ লিখতে গিয়ে ভুল লিখে পাঠিয়ে ফেললে পরে তা আবার সেন্ডার এডিট করতে পারবেন। ধারণা করা হচ্ছে যে ওই মেসেজের পাশে হয়তো লেখা থাকবে এডিটেড। কবে যে এই নতুন ফিচার সকল ব্যবহারকারীদের জন্য চালু করা হবে সেবিষয়ে এখনো কিছুই জানা যায়নি। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এটি আসতে চলেছে।

নতুন ফিচারটি আসার পর এডিট করার অপশন থাকবে মেসেজ বক্সের একদম উপরে। যেখানে Info, কপি অপশন থাকে তার সাথেই যোগ করা হবে এডিট অপশন। এটি ব্যবহার করার জন্য পাঠানো মেসেজের উপর লং প্রেস করতে হবে। তখন ওই মেসেজের অপশন গুলি দেখা যাবে। সেখানেই পেয়ে যাবেন এডিট মেসেজ অপশন।

কিছুদিনের মধ্যেই Whatsapp বিটা ভার্সনে এটি টেস্ট করা হবে। তার কয়েকদিনের মধ্যেই ডেস্কটপ এবং iOS-এও এই ফিচারের বিটা ভার্সন ব্যবহার করতে পারবেন ব্যবহারকারী। সফল হওয়ার পর সমস্ত ব্যাবহারকারীদের জন্য এটি চলে আসবে।

আরও পড়ুন