1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

এবার স্ট্যাটাসেও দেওয়া যাবে রিঅ্যাকশন, নতুন ফিচার নিয়ে হাজির সংস্থা

সৌভিক বেজ

প্রকাশিত: জুলাই ২০, ২০২২, ১১:৪২ পিএম

এবার স্ট্যাটাসেও দেওয়া যাবে রিঅ্যাকশন, নতুন ফিচার নিয়ে হাজির সংস্থা
এবার স্ট্যাটাসেও দেওয়া যাবে রিঅ্যাকশন, নতুন ফিচার নিয়ে হাজির সংস্থা

মেটা সংস্থাধীন হোয়াটসঅ্যাপে নিত্যনতুন ফিচার যুক্ত হয়েই যাচ্ছে। এবার ফিচার ট্র্যাকার WABetaInfo-র একটি প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে যে, ইউজাররা খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সনে ইমোজির মাধ্যমে কোনো স্ট্যাটাস আপডেটের রিঅ্যাকশন দিতে পারবেন।

ব্যবহারকারীরা কোনো কমেন্ট না করে কেবলমাত্র ৮টি ইমোজি ব্যবহার করেই রিয়াকশন দিতে পারবেন। এই ফিচারটি ইতিমধ্যেই ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জারে চালু করে দেওয়া হয়েছে। আসন্ন ফিচারটির একটি স্ক্রিনশটও শেয়ার করেছে WABetaInfo, যাতে ইউজাররা সেটির সম্পর্কে কিছুটা ধারণা করতে পারেন।

রিপোর্টে আরও বলা হয়েছে যে, স্ট্যাটাসের রিঅ্যাকশন দেওয়ার জন্য ইউজারদের মোট ৮টি ইমোজি ব্যবহারের সুযোগ দেবে হোয়াটসঅ্যাপ। সেগুলি হল – চোখে হৃদয়ের ছবিযুক্ত হাসিমুখ, কান্নাকাটি করা মুখ , হাতজোড় করা, হাততালি দেওয়া, আনন্দাশ্রুযুক্ত মুখ, হাঁ করা মুখ, পার্টি পপার এবং হান্ড্রেড পয়েন্টস ইমোজি।

কোনো স্ট্যাটাস আপডেটে প্রতিক্রিয়া জানানোর পরে, সেই ইমোজিটি চ্যাটের মধ্যে একটি স্ট্যাটাস রিপ্লাই হিসেবে প্রদর্শিত হবে। যদিও বিটা টেস্টারদের জন্য ফিচারটি এই মুহূর্তে উপলব্ধ নয়, তবে খুব শীঘ্রই তারা এটি ব্যবহারের সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন