1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

বাচ্চাদের হাতে মোবাইল দেওয়ার আগে চালু করুন Youtube রেস্ট্রিক্টেড মোড, রইল পদ্ধতি

সৌভিক বেজ

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২২, ১১:৪৮ পিএম

বাচ্চাদের হাতে মোবাইল দেওয়ার আগে চালু করুন Youtube রেস্ট্রিক্টেড মোড, রইল পদ্ধতি
বাচ্চাদের হাতে মোবাইল দেওয়ার আগে চালু করুন Youtube রেস্ট্রিক্টেড মোড, রইল পদ্ধতি

প্রতিটি বয়সের ব্যবহারকারীদের জন্য YouTube-এ বেশ কিছু ফ্রেন্ডলি মোড ব্যবহার করারও ব্যাবস্থা রয়েছে। এটি যে কোনও প্ল্যাটফর্মের প্রাপ্তবয়স্ক বিষয়বস্তুকে ব্লক করে দিতে পারে। বিশেষ করে এই মোডটি ব্যবহৃত হয় বাচ্চাদের জন্য।

যারা নিজেদের সন্তানের কথা ভেবে চিন্তিত হচ্ছেন তাঁদের জন্যেও রেস্ট্রিক্টেড মোড ব্যবহার করার উপায় রয়েছে। অনেকেই সন্তানদের জন্য একটি নির্দিষ্ট ডিভাইস ব্যবহার করেন, এবং তাঁরা চান না যে তাঁদের সন্তানরা কোনওভাবে অ্যাডাল্ট কন্টেন্ট দেখুন বা সামনে আসুক, তারা এটি অন করে নিতে পারবেন।

ডেস্কটপে YouTube-এ রেস্ট্রিক্টেড মোড ব্যবহার করবেন যেভাবে- প্রথমে ওয়েব ব্রাউজারে YouTube.com খুলতে হবে। এরপর উপরের ডানদিকে ব্যবহারকারীর প্রোফাইল আইকনে আলতো করে প্রেস করতে হবে। প্রোফাইল মেনুতে গিয়ে রেস্ট্রিক্টেড মোডে ক্লিক করতে হবে এবং অপশনটিকে অ্যাক্টিভ করার জন্য রেস্ট্রিক্টেড মোডের ট্যাগটিকে চালু করতে হবে।এর সঙ্গে ওয়েবের জন্য রেস্ট্রিক্টেড মোডও সক্রিয় করা হয়ে যাবে।

স্মার্টফোনে যেভাবে অন করবেন- প্রথমে ব্যবহারকারীর স্মার্টফোনে YouTube অ্যাপ খুলতে হবে। তারপর YouTube সেটিংসে গিয়ে জেনারেল সেটিংসের মেনুতে যেতে হবে। এরপর রেস্ট্রিক্টেড মোড অপশনে যেতে হবে। সেখানে ক্লিক করে টগল টার্ন অন করতে হবে। এতে আলাদা করে বিভিন্ন ডিভাইসের জন্য রেস্ট্রিক্টেড মোড অপশন টার্ন অন করার প্রয়োজন পড়বে না। অন্য যে কোনও ডিভাইস থেকে YouTube খুললে আপনা আপনিই রেস্ট্রিক্টেড মোড চালু হয়ে যাবে।

আরও পড়ুন