মহাকুম্ভে গিয়ে মৃত্যু ব্যক্তির! শ্রাদ্ধের কাজের দিন হঠাৎই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা, জানলে চমকাবেন

By Bongnews24x7

Published On:

Follow Us

বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে চলা সব থকে বড় পবিত্র এবং ধর্মীয় মেলার নাম মহাকুম্ভ। ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বীরা এখন কাতারে কাতারে এই মহাকুম্ভ মেলায় যাচ্ছেন এবং পুণ্য স্নান করে পুণ্য অর্জন করছেন।‌ দেশ-বিদেশ থেকে মানুষ এসেছেন চলতি বছরের মহাকুম্ভ মেলায়। কারণ এই বছরের মহাকুম্ভ একটু হলেও আলাদা।

এই বছরের মহাকুম্ভে ধর্মীয় যোগ অনেক বেশি। ১৪৪ বছর পর নাকি তৈরি হয়েছে মহাকুম্ভ যোগ। সেই জন্যই এই প্রচন্ড পরিমাণে ভক্ত সমাগম। গত ১৩ ই জানুয়ারি, মকর সংক্রান্তিতে থেকে শুরু হয়েছে এই মেলা। শেষ হবে আগামী ২৬শে ফেব্রুয়ারি, মহা শিবরাত্রিতে। এই বছর কুম্ভমেলায় কয়েক কোটি মানুষের ভক্ত সমাগম হয়েছে।

চলতি বছরের মহাকুম্ভে ঘটে গেছে একাধিক দুর্ঘটনা। মৃত্যু হয়েছে অনেক মানুষের।‌ অগ্নিসংযোগ থেকে পদপিষ্ট হওয়ার ঘটনা, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বেশ কিছু জনের। সেই রকমই চলতি বছর মহা কুম্ভে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক ব্যক্তি। হচ্ছিল না দীর্ঘদিন ধরেই। আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পাড়া-প্রতিবেশী সবাই ধরে নিয়েছিলেন পদপিষ্ট হয়ে হয়ত মৃত্যু হয়েছে তার।

আর যার মৃত্যু হবে তার পারলৌকিক কাজ তো করতেই হবে। ‌যথারীতি তার শ্রাদ্ধের আয়োজন করেছিল তার পরিবার। খুঁটি গুরু নামক ওই ব্যক্তি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের‌ই বাসিন্দা।‌ যেদিন তার শ্রাদ্ধ সেই দিন সবাইকে চমকে দিয়ে বাড়ি ফিরে আসেন তিনি। আর জীবিত অবস্থায় এসে নিজের শ্রাদ্ধের কাজ হতে দেখে রীতিমতো হকচকিয়ে ওঠেন ওই ব্যক্তি।

যদিও তাকে ফিরে আসতে দেখে খুশি হয় তার পরিবার। কিন্তু এতদিন ছিলেন কোথায়? এই বিষয়ে ওই ব্যক্তি জানিয়েছেন মহা কুম্ভে স্নান শেষে তিনি সাধুদের থেকে গাঁজার ছিলিম নিয়ে টান দিয়েছিলেন৷ আর ব্যাস তাতেই গন্ডগোল। ‌ দিন, ক্ষণ, সময় সব গুলিয়ে যায় তার। এরপর নেশা কেটে বাড়ি ফিরলে দেখেন বাড়িতে তার শ্রাদ্ধ হচ্ছে। আর‌ও একবার মাথায় বাজ ভেঙে পড়ে ওই ব্যক্তির।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now